1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজমিয়ানমার

মিয়ানমারে কনসার্টে জান্তা সরকারের হামলায় নিহত অন্তত ৫০

২৫ অক্টোবর ২০২২

রোববার সন্ধ্যায় মিয়ানমারের উত্তরাঞ্চলীয় পাকান্ত শহরে কনসার্টের আয়োজন করেছিল সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ‘কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি' কেআইএ৷

https://p.dw.com/p/4Ida7
Myanmar Trainingslager der Opposition
ছবি: AFP

সেখানে সামরিক বাহিনীর দুটি জেট থেকে হামলা হলে অন্তত ৫০ জন মারা যান বলে বিদ্রোহীরা বলছেন৷

কেআইএর মুখপাত্র কর্নেল নাউ বু এএফপিকে জানান, নিহতদের মধ্যে তাদের সদস্য ছাড়াও সাধারণ নাগরিক রয়েছেন৷ ৭০ জন আহত হয়েছেন বলেও জানান তিনি৷

স্থানীয় গণমাধ্যমে সর্বোচ্চ ৬০ জন নিহত হয়েছে বলে জানানো হয়েছে৷ এর মধ্যে কনসার্টের গায়করাও আছেন বলে জানানো হয়৷

এদিকে রাষ্ট্রীয় গণমাধ্যমে হামলার কোনো উল্লেখ করা হয়নি৷ তবে জান্তা সরকারের তথ্য দপ্তর এক বিবৃতিতে কেআইএর নবম ব্রিগেডের সদরদপ্তরে হামলা হয়েছে বলে জানিয়েছে৷ কেআইএর ‘সন্ত্রাসবাদী' কার্যক্রমের জবাব দিতে এই হামলা ‘প্রয়োজন' ছিল বলেও বিবৃতিতে জানানো হয়৷

মিয়ানমারে জাতিসংঘের কার্যালয় কাচিন রাজ্যে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে৷ এছাড়া যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার দূতাবাস এই হামলার সমালোচনা করেছে৷

মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী অনেকদিন ধরে সক্রিয়৷ গতবছর দেশটিতে অভ্যুত্থানের পর থেকে অভ্যুত্থানবিরোধীদের প্রতিও সমর্থন জানাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলো৷

গত মে মাসে কেআইএ একটি সামরিক হেলিকপ্টার ভূপতিত করেছিল বলে দাবি করেছিল৷

জেডএইচ/কেএম (এএফপি, রয়টার্স, এপি)