1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিউনিখ বিমানবন্দরে নিষিদ্ধ ‘খাট' বাজেয়াপ্ত

২০ অক্টোবর ২০২১

জার্মানির মিউনিখ বিমানবন্দর কর্তৃপক্ষ মঙ্গলবার ১.২ মেট্রিক টন ‘খাট' বাজেয়াপ্ত করার কথা জানিয়েছে৷ ‘হর্ন অফ আফ্রিকা' ও মধ্যপ্রাচ্যের একটি অংশের মানুষ নেশা হিসেবে খাট ব্যবহার করে৷

https://p.dw.com/p/41uZJ
ছবি: Zumapress/picture alliance

খাট একধরনের সবুজ পাতা যেটা প্রথমে কিছুক্ষণ চুষে গালের ভেতর রেখে দেয়া হয়৷ তখন পাতা থেকে বের হওয়া রস শরীরে উত্তেজনা ও উদ্দীপনা জোগায় বলে মনে করা হয়৷ তবে এর ফলে মানসিক নির্ভরতা, বিষাদ ও বিভ্রম দেখা দিতে পারে৷ সে কারণে ইউরোপ ও উত্তর অ্যামেরিকার বেশিরভাগ দেশে এর ব্যবহার নিয়ন্ত্রিত বা নিষিদ্ধ৷ তবে ইয়েমেন, ইথিওপিয়া ও সোমালিয়ার সংস্কৃতিতে খাট পাতা বেশ জনপ্রিয়৷

মিউনিখ বিমানবন্দরে ধরা পড়া খাটের চালান দুবাই থেকে জার্মানি হয়ে যুক্তরাষ্ট্র যাচ্ছিল৷ ট্রানজিটের সময় এগুলো ধরা পড়ে৷ মিউনিখ বিমানবন্দরের ইতিহাসে এটাই খাটের সবচেয়ে বড় চালান ধরা পড়ার ঘটনা৷ ঘর সাজানোর জিনিস বলে এগুলো পাচার করা হচ্ছিল৷

মার্কিন কর্মকর্তারা জানান, সে দেশে বাস করা হর্ন অফ আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অভিবাসীদের মধ্যে খাটের ব্যবহার বেশি দেখা যায়৷

রিচার্ড কনোর/জেডএইচ