1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাশরাফির বিশ্বকাপ-স্বপ্ন ভাঙ্গেনি

২৪ জানুয়ারি ২০১১

শেয়ারবাজারে লেনদেন শুরু হচ্ছে আবার, তবে সব অনিয়মের তদন্তের প্রতিশ্রুতি দিলেন অর্থমন্ত্রী৷ রয়েছে পৌর নির্বাচনে আওয়ামী লীগের ফলাফল নিয়ে বিশ্লেষণ৷ আর মাশরাফির বিশ্বকাপ-স্বপ্ন টিকে থাকার খবর৷

https://p.dw.com/p/101Q2
মাশরাফি বিন মর্তুজাছবি: AP

শেয়ারবাজার

মঙ্গলবার থেকে আবারো লেনদেন শুরু হচ্ছে শেয়ারবাজারে৷ এই খবরটিকে মূল শিরোনামে জায়গা দিয়েছে অধিকাংশ সংবাদপত্র৷ দৈনিক প্রথম আলো লিখেছে, ‘অনিয়মের তদন্ত হবে, কাল থেকে লেনদেন'৷ শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, শেয়ারবাজারের বর্তমান সূচক ৬,৩০০ পয়েন্ট, আর মূল্য অনুপাতে আয় (পিই) ২৩৷ বাজারের এই অবস্থা খুবই সহনশীল৷ শেয়ারবাজারের অনিয়ম তদন্তে ১৫দিনের মধ্যে একটি কমিটি গঠন করা হবে বলেও জানান অর্থমন্ত্রী৷ একই বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর শিরোনাম, ‘লেনদেন মঙ্গলবার, সবকিছুর তদন্ত হবে'৷

মেয়র নির্বাচনে আওয়ামী লীগের ফলাফল

দৈনিক সমকাল এসংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করেছে৷ শিরোনাম, ‘বিদ্রোহীদের কারণে আ'লীগের ৩৭ মেয়রপ্রার্থী হেরেছেন'৷ বিদ্রোহী প্রার্থীদের কারণে কমপক্ষে ৩৭টি পৌরসভায় হেরেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা৷ দলীয় প্রার্থীদের এই করুণ ফলাফলে খানিকটা উদ্বিগ্ন দলের শীর্ষ নেতারা৷ ইতিমধ্যে কিছু এলাকায় বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণে ব্যবস্থা নিচ্ছে আওয়ামী লীগ৷ কিন্তু ক্ষতি যা হবার তা হয়ে গেছে৷

মাশরাফি

আপাতত মাশরাফিকে অস্ত্রোপচার করতে চাননা অস্ট্রেলীয় বিশেষজ্ঞ চিকিৎসক ডেভিড ইয়াং৷ ফলে বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ থেকে যাচ্ছে মাশরাফির৷ বিশেষ করে আগামী কয়েকদিনে চেষ্টা করলে এই পেস বোলার খেলার জন্য পুরোপুরি তৈরি হয়ে যেতে পারেন৷ এই আশার কথা শোনাচ্ছে দৈনিক কালেরকণ্ঠসহ কয়েকটি পত্রিকা৷ মাশরাফি সোমবারই দেশে ফিরে আসছেন৷

অবৈধ রক্ত!

দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ‘ফেরি করে অবৈধ রক্ত বিক্রি'৷ রাজধানী ঢাকাসহ সারাদেশে চলছে অবৈধভাবে রক্ত বেচাকেনা৷ এমনকি ফেরি করেও নাকি রক্ত বিক্রি হচ্ছে! এসব রক্তে হেপাটাইটিস বি, সি ও ই সহ এইচআইভি/এইডসের ভাইরাস থাকার আশঙ্কা রয়েছে৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য