1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্সিডিজের বাজার ঘুরছে চীনের দিকে

১১ অক্টোবর ২০২১

জার্মান গাড়ি প্রস্তুতকারী সংস্থা মার্সিডিজ চীনা ডিজাইন ও তাদের পরীক্ষামূলক প্রযুক্তিকে কাজে লাগাতে বিশেষভাবে উদ্যোগী হচ্ছে৷

https://p.dw.com/p/41X7S
China Automesse Auto Shanghai
ছবি: Aly Song/REUTERS

বিশ্বজুড়ে গাড়ির বাজারের মোড় ধীরে ধীরে চীনের দিকে ঘুরছে৷ এই সুযোগকে কাজে লাগিয়ে জার্মান সংস্থা মার্সিডিজ-বেনজ তাদের পণ্যের বাজারকে ইউরোপ-অ্যামেরিকা থেকে পুবদিকে নিয়ে যেতে চায়৷ ফলে, বেইজিং ও সাংহাইয়ের মতো শহরে মার্সিডিজ-বেনজের কেন্দ্রগুলিতে আরো বেশি করে বিনিয়োগ করছে তারা৷ চীনে তাদের কেন্দ্রগুলির ক্ষমতা বর্তমানে সংস্থাটির জার্মান ও মার্কিন কেন্দ্রের চেয়েও বড়৷

তিন বছর আগে সংস্থাটি ঘোষণা দেয় যে তারা চীনে তাদের পণ্যের গবেষণা কেন্দ্রকে আরো শক্তিশালী করে তুলবে৷ এরপর, চলতি বছরের অক্টোবর মাসে বেইজিঙে মার্সিডিজ-বেনজ চালু করছে একটি নতুন প্রযুক্তি কেন্দ্র৷

মার্সিডিজের নতুন চীন নীতি

মার্সিডিজ কী ভাবছে, তা জানতে বার্তা সংস্থা রয়টার্স কথা বলে এই সংস্থার চার কর্মীর সাথে৷ কিন্তু কেউই নাম প্রকাশ করতে চাননি৷

চীনে মার্সিডিজের প্রথম প্রযুক্তি কেন্দ্রের তুলনায় নতুন কেন্দ্রটি তিন গুণ বড় ও তাতে কাজ করেন এক হাজার প্রকৌশলী৷ শুধু তাই নয়, জার্মানির বাইরে এটিই মার্সিডিজের একমাত্র পরীক্ষাগার যেখানে তাদের সব পণ্যের সব অংশ পরীক্ষা করার ক্ষমতা রয়েছে, জানান এক মার্সিডিজ কর্মী৷

চীনে অবস্থিত ডিজাইন স্টুডিওতেও ঢেলে বিনিয়োগ করছে এই সংস্থাটি৷ সাংহাই চীনের ‘গাড়ি ডিজাইন রাজধানী' হিসাবে পরিচিত হওয়ায় সেখানেই গড়ে উঠছে মার্সিডিজ-বেনজের নতুন স্টুডিও৷

করোনা অতিমারিকে ছাপিয়ে চীনে গাড়ি বিক্রি রেকর্ড মাত্রায় বেড়েছে গত বছরে৷ ১২ শতাংশ বিক্রি বেড়ে মোট বিক্রি হওয়া গাড়ির সংখ্যা দাঁড়িয়েছে সাত লাখ ৭৪ হাজারে৷ তুলনায় এই সংখ্যা জার্মানিতে দুই লাখ ৮৬ হাজার ও অ্যামেরিকায় দুই লাখ ৭৫ হাজার৷

চীনে যত গাড়ি বিক্রি হয়েছে, তার ৮০ শতাংশই সেখানে তৈরি৷ ২০০৯ সাল থেকে অপরিবর্তিত রয়েছে বিশ্বের গাড়ি বাজারে সবচেয়ে শীর্ষ অবস্থানে চীনের স্থান৷

মিলছে সুফল

মার্সিডিজ-বেনজের চার কর্মীই একমত যে ইতিমধ্যেই চীনে গুরুত্ব দেবার সুফল দেখতে শুরু করেছে সংস্থাটি৷ একদিকে চীনের উঠতি তরুণ প্রজন্ম, যারা একাধারে প্রযুক্তি ও বিলাসবহুল পণ্যের ভক্ত৷ অন্যদিকে চীনে প্রচলিত ধারা ডিজাইন ও সেখানে পরীক্ষা-নিরীক্ষা - সব মিলিয়ে এই দুই দিক ধরা পড়েছে মার্সিডিজের সাম্প্রতিক কিছু পণ্যে৷ শুধু তাই নয়, চীনে জনপ্রিয় ‘রোজ গোল্ড' রঙের গাড়ি প্রথমবারের মতো প্রস্তুত করে মার্সিডিজ৷

চীনে প্রচলিত ট্রেন্ড এভাবেই বিশ্বে জনপ্রিয় করে তুলছে মার্সিডিজ, জানান এক কর্মী৷

অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় চীনে ব্যবসা সম্পর্কিত নিয়ম অনেকটাই দ্রুত বদলায়, যা আরেকটি সুবিধা বাজারের মোড় ঘোরানোর৷

সব মিলিয়ে, চীনের ব্যবসাবান্ধব ও নিত্যনতুন প্রযুক্তি ও ডিজাইনের উদ্ভাবন এভাবেই চীনকে আরো গুরুত্বপূর্ণ করে তুলছে গাড়ির বাজারে, যা ২০৩৫ সালে গিয়ে বর্তমানের তুলনায় কয়েক গুণ বড় হবে বলে ধারণা করা হচ্ছে৷

এসএস/কেএম (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য