1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিপূল সমর্থন পাচ্ছেন ওবামা

দেবারতি গুহ১ নভেম্বর ২০০৮

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র তিনটে দিন বাকি৷ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে চলছে শেষ মুহূর্তের প্রচারণা৷ ওহাইও, ভার্জিনিয়া, ফ্লোরিডা, মিসৌরি - সবখানেই প্রচারাভিযানের ধুম৷

https://p.dw.com/p/FlVk
বক্তৃতা দিয়ে রক স্টারের ইমেজ সৃষ্টি করেছিলেন ওবামাছবি: AP

অথচ জনমত জরিপে কিন্তু এগিয়ে আছেন ডেমোক্র্যাট বারাক ওবামা৷

যদিও সেই ব্যবধান কমিয়ে আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন রিপাবলিকান ম্যাককেইন৷ তাই প্রশ্ন হলো - সত্যিই কি আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করতে পারবেন ওবামা ?

২০০৪ সালে ডেমোক্র্যাটিক দলের জাতীয় সম্মেলনে এক বক্তৃতা দিয়ে ওবামা রক স্টারের মতো ইমেজ সৃষ্টি করেন৷ মনে আছে, ঐ বক্তৃতায় তিনি নিজেকে যুক্তরাষ্ট্রের এমন একজন মানুষ হিসেবে উল্লেখ করেন, যিনি রাজনৈতিক বা জাতিগত সকল বিভেদ দূর করার স্বপ্ন দেখেন৷ সংহতির ডাক জোরাল করতে নিজের দ্বিজাতীয় পরিচয় তুলে ধরে ওবামা বলেন, পৃথিবীর অন্য কোনো দেশে আমার এই স্বপ্ন পূরণ সম্ভব নয়৷

সেই থেকেই শুরু৷ আর আজ হয়ত সেই স্বপ্নই পুরণ করতে চলেছেন বারাক ওবামা৷

USA Präsidentschaftswahlen Wahlkampf Barack Obama Video
বারাক ওবামাই কি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ?ছবি: AP

এ-কথা শুধু জনমত জরিপ থেকেই যে ক্রমশঃ স্পষ্ট হয়ে উঠছে - তা নয়৷ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী বারাক ওবামাকে সমর্থন দিতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী বার্তা সংস্থা, সংবাদ প্রতিষ্ঠান এবং খবরের কাগজগুলিও৷ সম্প্রতি ব্রিটেনের 'দ্য ইকোনোমিস্ট' ম্যাগাজিন তাদের প্রচ্ছদে ওবামার একটি গুরুগম্ভীর ছবি দিয়ে লিখেছে - 'এখনই সময়'৷

ওবামাই যে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য - এ মন্তব্য করেছে ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, শিকাগো ট্রিবিউন, শিকাগো সান টাইমস, লস অ্যাঞ্জেলেস টাইমস ও মিয়ামি হেরাল্ডও৷

অন্যদিকে, শুধু দেশ-বিদেশের চিন্তাশীল ব্যক্তি বা দলই নয়, পরোক্ষভাবে হলেও ওবামাকেই যোগ্য মনে করছে উগ্রবাদী দল আল-কায়দাও৷ ইন্টারনেটে ভিডিওচিত্র প্রকাশের মাধ্যমে আবু ইয়াহিয়া আল-লিবি নামের এক আল-কায়দা নেতা আল্লাহর কাছে দোয়া করেছেন, যাতে বুশ ও তার রিপাবলিকান দলের অবমাননাকর অবস্থা হয়৷ যাতে অসম্মানজনকভাবে তাদের পতন ঘটে৷

সন্ত্রাসবাদী গোষ্ঠীর ওয়েবসাইটের ওপর নজর রাখা বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলি জানিয়েছে, যে আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত ওয়েবসাইটগুলি কয়েক মাস ধরেই মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামা ও জন ম্যাককেইনের গুরুত্ব নিয়ে আলোচনা করে আসছে৷ প্রকাশ্যে অবশ্য ম্যাককেইন বা ওবামা কোন প্রার্থীকেই সমর্থন জানায়নি আল-কায়েদা নেতা ওসামা বিন-লাদেন বা আয়মান আল-জাওয়াহিরি৷