1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন নির্বাচনের প্রচারনায় অর্থনৈতিক ইস্যু

রিয়াজুল ইসলাম৩১ অক্টোবর ২০০৮

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এবার অর্থনৈতৈক ইস্যুটি হতে যাচ্ছে অন্যতম নীতি নির্ধারণী বিষয়৷ এদিকে সর্বশেষ জরিপেও জন ম্যাককেইনের চেয়ে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন বারাক ওবামা৷

https://p.dw.com/p/FlSO
মার্কিন নির্বাচনকে ঘিরে চলছে নানান প্রচারনাছবি: AP

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি৷ তাই শেষ মুহুর্তের প্রচারণায় ব্যস্ত রয়েছেন রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইন ও ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা৷ কিন্তু প্রেসিডেন্ট পদে যেই নির্বাচিত হন না কেন আগামী সময়গুলোতে যে তাকে কঠিন সময় পার করতে হবে সেটা এখন থেকেই বলে দেয়া যাচ্ছে৷ কারণটা মার্কিন অর্থনীতি৷ স্মরণকালের অন্যতম সংকট এখন পার করছে দেশটির অর্থনীতি৷ সর্বশেষ খবর হলো মার্কিন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এ বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেশটির অর্থনীতি আরও শুন্য দশমিক তিন ভাগ কমে গেছে৷ মার্কিন সাধারণ জনগন মনে করছে আগামীতে যে ব্যক্তিই হোয়াইট হাউসে আসুক না কেন তার প্রধান কাজ হবে এ অর্থনীতিকে চাঙ্গা করে তোলা৷

USA Präsidentschaftswahlen Wahlkampf Barack Obama Video
জনমত জরিপে কিন্তু বেশ এগিয়ে গেছেন ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামাছবি: AP

এদিকে নির্বাচনী প্রচারণাতেও এখন অন্য বিষয়ের চেয়ে অর্থনৈতিক ইস্যুই বেশী প্রাধান্য পাচ্ছে৷ ম্যাককেইন ও ওবামা শিবির এখন চেষ্টা করছে এক্ষেত্রে প্রতিপক্ষের দুর্বলতা তুলে ধরতে৷ ওহাইওতে শুক্রবার প্রচারণা চালানোর সময় জন ম্যাককেইন আবারও বারাক ওবামার কর বৃদ্ধির প্রস্তাবকে সমালোচনা করলেন৷ তিনি বললেন, ওবামার প্রশাসন মার্কিন অর্থনীতির দুরবস্থাকে আরও তলার দিকে নিয়ে যাবে৷ তবে বারাক ওবামাও এর জবাব দিয়েছেন বেশ ভালোভাবেই৷ সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আপনারা যদি জানতে চান, জন ম্যাককেইন আপনাদের কোথায় নিয়ে যেতে চান তাহলে গত কয়েক বছরের দিকে তাকান৷ কারণ যখনই অর্থনীতির কোন বিষয় আসে তখনই জর্জ বুশের পাশে ম্যাককেইনকে দেখা যায়৷

BdT McCain und seine Frau Cindy besteigen ein Flugzeug
ওহাইওতে শুক্রবার প্রচারণা চালানোর সময় জন ম্যাককেইন আবারও বারাক ওবামার কর বৃদ্ধির প্রস্তাবকে সমালোচনা করলেনছবি: AP

এদিকে সর্বশেষ জনমত জরিপে কিন্তু বেশ এগিয়ে গেছেন ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা৷ সিবিএস ও নিউইয়র্ক টাইমস পরিচালিত জরিপে দেখা গেছে শতকরা ৫২ ভাগ জনমত এখন ওবামার পক্ষে৷ অপরদিকে ম্যাককেইনের পক্ষে মাত্র ৩৯ শতাংশ জনমত৷ এদিকে একই জরিপে অংশ নেয়া ৫৯ শতাংশ ভোটার মনে করে ম্যাককেইনের রানিং মেট সারা পেলিন এখনও ভাইস প্রেসিডেন্ট হওয়ার মত যোগ্য হয়ে ওঠেননি৷ গত সপ্তাহেও এরকম ধারণা পোষণ করতেন শতকরা ৫০ শতাংশ ভোটার৷