1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন নতুন কোচ কিন্সমান, আর্জেন্টিনার সাবেলা

৩০ জুলাই ২০১১

বিশ্বকাপ ফুটবলের ২০১৪ আসরের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মার্কিন জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিলেন সাবেক জার্মান তারকা ইয়ুর্গেন কিন্সমান৷ বহিষ্কৃত কোচ বব ব্র্যাডলির স্থলাভিষিক্ত হলেন তিনি৷

https://p.dw.com/p/126cW
ইয়ুর্গেন কিন্সমানছবি: picture-alliance / M.i.S.-Sportpressefoto

শনিবার ৪৭ বছরে পা দিলেন জার্মানির সাবেক আন্তর্জাতিক তারকা ইয়ুর্গেন কিন্সমান৷ আর জন্মদিনের একদিন আগে দায়িত্ব পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের৷ তাঁর সামনে লক্ষ্য ২০১৪ বিশ্বকাপ ফুটবলের শিরোপা৷ তবে হয়তো শেষ পর্যন্ত কিন্সমানকে মার্কিন দল নিয়ে লড়তে হবে তাঁর নিজ দেশের বিরুদ্ধেই৷

যাহোক, এই নতুন দায়িত্ব পেয়ে কিন্সমানের অভিব্যক্তি, ‘‘মার্কিন জাতীয় ফুটবলের পুরুষ দলের প্রধান প্রশিক্ষক হিসেবে নাম ঘোষণা করায় আমি গর্বিত এবং সম্মানিত বোধ করছি৷ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য মার্কিন ফুটবল ফেডারেশনকে আমি ধন্যবাদ জানাই এবং এই দায়িত্ব গ্রহণের ফলে আমার সামনে যে চ্যালেঞ্জ রয়েছে তার জন্য আমি বেশ উত্তেজিত৷'' ইয়ুর্গেনকে কোচ হিসেবে পেয়ে উচ্ছ্বসিত মার্কিন ফুটবল কর্তৃপক্ষও৷

ফেডারেশনের প্রেসিডেন্ট সুনিল গুলাটি তাই বললেন, ‘‘ইয়ুর্গেন খুব উচ্চমাপের খেলোয়াড় এবং প্রশিক্ষক৷ দলকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেওয়ার পথে চলতে তাঁর রয়েছে প্রচুর জ্ঞান এবং অভিজ্ঞতা৷ খেলার বিভিন্ন ধারায় তাঁর রয়েছে সাফল্যের ইতিহাস৷ তাই আমরা মার্কিন দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে মাঠে এবং মাঠের বাইরে তাঁর সেই দক্ষতার স্বাক্ষর দেখার প্রতীক্ষায় রয়েছি৷ তিনি আমাদের ছেলেদের জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করায় আমরা অত্যন্ত খুশি৷''

খেলোয়াড় হিসেবে ইয়ুর্গেনের রয়েছে ১৯৯০ সালের বিশ্বকাপ এবং ১৯৯৬ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ের কৃতিত্ব৷ এছাড়া স্টুটগার্টার কিকার্স, স্টুটগার্ট, ইন্টার মিলান, মোনাকো, টটেনহ্যাম, হটস্পার, বায়ার্ন মিউনিখ এবং স্যাম্পডোরিয়া ক্লাবের হয়ে গোল করার ক্ষেত্রে রয়েছে তাঁর দীর্ঘ সাফল্যের ধারা৷ আন্তর্জাতিক ফুটবলে কোচ হিসেবেও তাঁর রয়েছে সাফল্যের ধারা৷ নতুন দায়িত্ব গ্রহণের পর এই জার্মান তারকার সামনে প্রথম পরীক্ষা ১০ আগস্ট ফিলাডেলফিয়ার মাঠে৷ সেখানে মেক্সিকোর বিরুদ্ধে মার্কিন দলকে নিয়ে প্রথম লড়াইয়ে হাজির হতে হচ্ছে কিন্সমানকে৷ আর এর পরেই রয়েছে চূড়ান্ত লক্ষ্যের দিকে এগুনোর জন্য ২০১৪ বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের খেলা৷

এদিকে, সাফল্যের ধারায় ফিরে আসতে আলেহান্দ্রো সাবেলাকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আর্জেন্টিনা৷ বিদায়ী কোচ সের্গিয় বাতিস্তার স্থলাভিষিক্ত হলেন সাবেলা৷ কোপা আমেরিকার আসরে শেষ আটের লড়াইয়ে নিজ দলের ব্যর্থতার ফলেই জুলাই মাসের শুরুতে বেশ অকালে বিদায় নিতে হয়েছে বাতিস্তাকে৷ দিয়েগো মারাদোনার জায়গায় দায়িত্ব গ্রহণ করে মাত্র আট মাসের মাথায় দল ছাড়তে হয়েছে বাতিস্তাকে৷ ফলে তাঁর জায়গায় আসলেন ৫৬ বছর বয়সি সাবেলা৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: জাহিদুল হক