1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিউত্তর অ্যামেরিকা

মার্কিন অর্থ দপ্তরে চীনা হ্যাকারদের হানা

অ্যামেরিকার গোয়েন্দাদের বক্তব্য, চীনা হ্যাকাররা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি চুরি করেছে।

https://p.dw.com/p/4ohOg
মার্কিন ওয়েবসাইটে চীনের হানা
মার্কিন অর্থ দপ্তরছবি: Alexandre Marchi/dpa/picture alliance

ডিসেম্বরের গোড়ার দিকে চীনের হ্যাকাররা মার্কিন অর্থ দপ্তরের গুরুত্বপূর্ণ নথি ঘেঁটে দেখেছে বলে অ্যামেরিকার গোয়েন্দাদের দাবি। শুধু দেখেছে নয়, বেশ কিছু নথি তারা চুরি করেছে বলেও অভিযোগ। চীনের সরকার ওই হ্যাকারদের নিযুক্ত করেছে বলে অভিযোগ।

এই ঘটনা প্রমাণ করে দিয়েছে, অ্যামেরিকার গুরুত্বপূর্ণ দপ্তরে সাইবার নিরাপত্তা যথেষ্ট নয়। তবে হ্যাকাররা কী কী নথি চুরি করেছে, কটি ওয়ার্ক স্টেশন তারা হ্যাক করেছে, সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয়নি। ঘটনায় অ্যামেরিকার কোনো নাগরিক জড়িত কি না, তা-ও স্পষ্ট করে বলা হয়নি।

জানানো হয়েছে, একটি বিশেষ সফটওয়্যারের সাহায্যে অর্থ দপ্তরের কম্পিউটার হ্যাক করা হয়েছে। যে সফটওয়্যারের সাহায্যে এই কাজ করা হয়েছে, তা চীনের সরকারের তৈরি।

হ্যাকাররা এখনো মেশিনগুলি হ্যাক করে রেখেছে কি না, সে বিষয়েও কোনো তথ্য দেওয়া হয়নি। তবে এনিয়ে এফবিআই তদন্ত করছে বলে জানানো হয়েছে।

গত কয়েক বছরে চীনের বিরুদ্ধে একাধিকবার হ্যাকিংয়ের অভিযোগ করেছে অ্যামেরিকা। অভিযোগ, বিভিন্ন সরকারি দপ্তরে হ্যাকারদের নিয়োগ করে চীন। এমন ঘটনা বার বার ঘটানো হয়েছে বলে দাবি অ্যামেরিকার।

যদিও অ্যামেরিকার এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে বেজিং। চীন জানিয়েছে, সাইবার হানা বা হ্যাকিংয়ের মতো বিষয়কে তারা সমর্থন করে না। এর সঙ্গে চীনের দূরতম সংযোগ নেই বলে জানিয়েছে তারা।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)