1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মানচিত্রে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল

৯ জানুয়ারি ২০২৪

৭ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন৷

https://p.dw.com/p/4b1FP
বাংলাদেশের জাতীয় সংসদ ভবন
৭ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ছবি: Mohammad Ponir Hossain/REUTERS

স্থগিত দুইটি আসনের মধ্যে নওগাঁ-২-এ স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত করা হয়৷ আগামী ১২ ফেব্রুয়ারি এই আসনে ভোটগ্রহণ হবে৷ অন্যদিকে ময়মনসিংহ-৩ আসনের আটটি কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি তোলেন স্বতন্ত্র প্রার্থী৷ এছাড়া ঐ আসনের একটি কেন্দ্রে ভোট বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা৷ বাকি ৯১ টি কেন্দ্রের ফলাফলে নিকটতম প্রার্থীদের ব্যবধান কম হওয়ায় এই আসনের ফলাফল স্থগিত করেছে নির্বাচন কমিশন৷ 

সব মিলিয়ে ২৯৮ টি আসনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ এর মধ্যে ২২২টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল৷ স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৬২টি আসনে৷ জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টিতে৷ তিনটি আসনে বিজয়ী হয়েছে অন্যান্য দল৷ মানচিত্রে এক নজরে দেখুন কে কোথায় জিতেছেন৷