1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাগুরায় বিএনপির ৪৫ নেতা-কর্মী জেলহাজতে

২৭ জানুয়ারি ২০২৩

বিস্ফোরক আইনের মামলায় মাগুরা শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪৫ নেতা-কর্মীকে জেলহাজতে পাঠিয়েছে আদালত৷ অসুস্থতাজনিত কারণে বাকি ১০ জনের জামিন মঞ্জুর করা হয়৷

https://p.dw.com/p/4Mm0W
ছবি: Getty Images/AFP/M. Abed

বৃস্পতিবার দুপুরে আসামিরা মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে তাদের জেলহাজতে পাঠানোর নিদের্শ দেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন৷ 

আসামি পক্ষের আইনজীবী মিজানুর রহমান ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছরের ৫ নভেম্বর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক  উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলামসহ ৫৫ জন নেতা-কর্মীর নামে শ্রীপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করে পুলিশ৷

এ মামলায় হাইকোর্টে জামিনের মেয়াদ শেষে আসামিরা বৃস্পতিবার দুপুরে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন৷ আদালত অসুস্থতাজনিত কারণে ১০ জনের জামিন মঞ্জুর করেন৷ 

অন্যদিকে বদরুল আলম হিরো ও রেজাউল ইসলামসহ বাকী ৪৫ জনের জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন৷ 

আসামি পক্ষের আরেক আইনজীবী শাহেদ হাসান টগর বলেন, তারা দলীয় নেতা-কর্মীদের জামিনের জন্য উচ্চ আদালতে আপিল করবেন৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান