মাওবাদী হামলায় নিহত ৭৩ জন নিরাপত্তা কর্মী
৬ এপ্রিল ২০১০ছত্তিশগড় রাজ্যের দান্তেওয়াড়া জেলার গভীর জঙ্গল এলাকায় প্রায় হাজার খানেক মাওবাদী গেরিলা মঙ্গলবার সকাল ৬টা থেকে ৭টার মধ্যে সিআরপিএফ এবং জেলা পুলিশের দলের ওপর একযোগে অতর্কিতে হামলা চালায়৷ সিআরপিএফ ও জেলা পুলিশের এক বিরাট দল ঐ এলাকায় গিয়েছিল মাওবাদী দমন অভিযানে৷ হেলিকপ্টার পাঠিয়ে হতাহতদের উদ্ধার করা হয়৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা৷ নিখোঁজ এখনও ১০০-এর ওপর৷
রাজ্য পুলিশ বড়কর্তাদের বিবরণ অনুযায়ী, সিআরপিএফ-এর অ্যান্টি-মাইন গাড়িটি প্রথমে মাওবাদী গেরিলারা উড়িয়ে দেয় স্থলমাইন বিস্ফোরণে৷ নিরাপত্তা কর্মীরা গাড়ি থেকে বেরিয়ে এলে পাহাড়ি টিলা এবং চারপাশের জঙ্গল থেকে একযোগে অত্যন্ত পরিকল্পিতভাবে তাঁদের ওপর হামলা চালায় মাওবাদী গেরিলারা৷ অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে৷ তল্লাশি অব্যাহত রয়েছে৷
স্বরাষ্ট্রমন্ত্রী পি. চিদম্বরম বলেন, অপারেশনে কোথাও মারাত্মক ভুল ছিল৷ নিরাপত্তা বাহিনী মাওবাদীদের ফাঁদে পা দিয়েছিল৷ এতজন নিহত হওয়ায় তিনি দুঃখপ্রকাশ করেন৷ বলেন মাওবাদীরা যে কত নৃশংস হতে পারে এটা তার প্রমাণ৷ দুঃখপ্রকাশ করেন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং৷ রাজ্যের মুখ্যমন্ত্রী রায়পুরে জরুরি বৈঠকে বসেছেন৷ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এটাকে বলেছেন গোয়েন্দা বিভাগের ব্যর্থতা৷
উল্লেখ্য, মাওবাদী দমন অভিযান ‘অপারেশন গ্রিন হান্ট' মোকাবিলায় মাওবাদী গেরিলাদের এটা পাল্টা মার৷
প্রতিবেদক : অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি
সম্পাদনা : হোসাইন আব্দুল হাই