মাংস খাওয়া কমানোর উদ্যোগ
জার্মানিতে মাংসের ওপর কর বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে সংসদে৷ সব খাবার ছেড়ে মাংসের ওপর কর বাড়ানোর প্রস্তাব কেন? মূল উদ্দেশ্য পরিবেশ রক্ষা৷ দেখুন ছবিঘরে...
মাংস পরিবেশের ক্ষতি করে
বিজ্ঞানীরা বলছেন, যেসব শিল্প সবচেয়ে বেশি কার্বন নিঃসরণের জন্য দায়ী মাংস শিল্প তার অন্যতম৷ তাই মাংস খাওয়া কমানোর দাবি অনেক দিন ধরেই তুলে আসছেন পরিবেশবাদীরা৷
জার্মানিতে ‘বিশেষ সুবিধা’ আর নয়!
জার্মানিতে পণ্যের ওপর সর্বোচ্চ ১৯ ভাগ কর আদায় করা যায়৷ কিন্তু খাদ্যদ্রব্যের জন্য শতকরা মাত্র ৭ ভাগ কর দিতে হয়৷ কিন্তু মাংস খাদ্যদ্রব্য হলেও ভ্যাট, অর্থাৎ মূল্য সংযোজনী কর যোগ করে এর ওপরও শতকরা ১৯ ভাগ কর আরোপের প্রস্তাব রেখেছে এসপিডি ও গ্রিন পার্টি৷
বাড়তি টাকায় কী হবে?
কর বাড়ালে জার্মান সরকার বাড়তি যে টাকা পাবে তা দিয়ে কী করা হবে? সংসদে রাখা প্রস্তাবের পক্ষে কথা বলতে গিয়ে এসপিডি এবং সবুজ দলের সাংসদরা বলেছেন, বাড়তি টাকাটা পশুখামারের মালিকদের দেয়া যেতে পারে৷
বিরোধিতা
এ প্রস্তাব সবার সমর্থন পায়নি৷ জার্মান সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, বাম দল এবং চরম ডানপন্থি দল এএফডি এ প্রস্তাবের বিরোধিতা করেছে৷
এখন অপেক্ষা
এ প্রস্তাব কি পাস হবে? মাংসের ওপর কর বাড়িয়ে পরিবেশ রক্ষার এ উদ্যোগ কি সফলতার মুখ দেখবে? জানতে হলে কিছুটা অপেক্ষায় থাকতেই হবে৷