1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মমতার বাঁ পায়ে গুরুতর চোট

১১ মার্চ ২০২১

নন্দীগ্রামে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে গুরুতর চোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে ভর্তি তিনি।

https://p.dw.com/p/3qSsI
মমতা বন্দ্যোপাধ্যায়
ছবি: Getty Images/D. Sarkar

বাঁ পায়ের গোড়ালিতে গুরুতর আঘাত রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলকাতার এসএসকেএম হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। বুধবার রাত ১টার সময় এসএসকেএম থেকে তাকে নিয়ে যাওয়া হয় বাঙ্গুর হাসপাতালে। সেখানে এমআরআই করে ফের এসএসকেএম-এ নিয়ে আসা হয়। পায়ের গোড়ালি ছাড়াও গলা, ডান হাত, ডান কাঁধ এবং পায়ের পাতায় চোট আছে তার। বুধবার মধ্যরাতে বুলেটিন দিয়ে এ কথা জানিয়েছেন এসএসকেএম হাসপাতালের প্রধান মণিময় বন্দ্যোপাধ্যায়।

বুধবার নন্দীগ্রাম কেন্দ্র থেকে ভোটে দাঁড়াবেন বলে হলদিয়ায় মনোনয়নপত্র জমা দিতে গেছিলেন মমতা। সেখান থেকে হেলিকপ্টারে তিনি নন্দীগ্রামে পৌঁছান। সেখানে একটি মন্দিরে পুজো দিয়ে সমাবেশে যোগ দেওয়ার কথা ছিল তার। মুখ্যমন্ত্রীর অভিযোগ, মন্দিরে পুজো দিয়ে গাড়িতে ওঠার সময় বিপত্তি ঘটে। অভিযোগ, পাঁচ-ছয়জন এসে তার গাড়ির দরজা ধরে টানাটানি শুরু করে। ঘটনাস্থলে পুলিশ ছিল না। ধস্তাধস্তি চলার সময় মুখ্যমন্ত্রী আহত হন। তার পায়ে গুরুতর চোট লাগে।

সমাবেশ বাতিল করে মুখ্যমন্ত্রী কলকাতার উদ্দেশে রওনা হন। গ্রিন করিডোর তৈরি করে দ্রুত তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে তাকে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, ৪৮ ঘণ্টা তাকে অবজারভাশনে রাখা হবে। বৃহস্পতিবার ফের তার এমআরআই হওয়ার কথা। তবে বাঁ পায়ের গোড়ালির চোট গুরুতর বলেই জানিয়েছেন চিকিৎসকেরা।

এদিকে এ দিনের ঘটনা নিয়ে রাজনৈতিক চাপনউতোর শুরু হয়ে গেছে। মমতা স্বয়ং বলেছেন, চক্রান্ত করে তার উপর আক্রমণ চালানো হয়েছে। অন্যদিকে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ''আমরা মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানানো হয়েছে। প্রয়োজনে মুখ্যমন্ত্রীর জন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে।'' শমীক এ কথা বললেও, বিজেপির এক অংশের নেতা এ দিনের ঘটনাকে 'নাটক' বলছেন। কংগ্রেস নেতা অধীর চৌধুরীও একই কথা বলেছেন।

নন্দীগ্রামের একাংশের মানুষ বলছেন, মুখ্যমন্ত্রীর গাড়ির দরজার সঙ্গে একটি পোস্টের ধাক্কা লেগেছিল। তখনই তিনি আহত হন। আবার একাংশের মানুষ বলছেন, কয়েকজনের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে। তাতেই আহত হয়েছেন মুখ্যমন্ত্রী। একটি ভিডিও সামনে এসেছে। সেখানে মমতার গাড়ি ঘিরে বচসা চলছে, এমন দৃশ্য অস্পষ্টভাবে দেখা গেছে।

নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর আঘাত পাওয়ার ঘটনা পশ্চিমবঙ্গের রাজনীতিতে যথেষ্ট উত্তেজনা তৈরি করেছে।

এসজি/জিএইচ (পিটিআই)