1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ইইউর শীর্ষ কূটনীতিবিদ

১৯ অক্টোবর ২০২২

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক শীর্ষ কর্মকর্তা জোসেপ বরেল মঙ্গলবার তার ‘জঙ্গল' মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন৷ তার দাবি, তার বক্তব্যে কোনো বর্ণবাদ, সাংস্কৃতিক বা ভৌগলিক অর্থের উল্লেখ ছিল না৷

https://p.dw.com/p/4INRr
Luxemburg | Treffen EU-Außenministertreffen | Josep Borrell
আপত্তিকর মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া জোসেপ বরেলছবি: Lenoir/EUC/ROPI/picture alliance

গত সপ্তাহে ব্রাসেলসে ইউরোপিয়ান ডিপ্লোমেটিক একাডেমিতে বক্তব্য রাখতে গিয়ে বরেল ইউরোপকে ‘বাগান' আর বিশ্বের অধিকাংশ দেশকে ‘জঙ্গল' বলে উল্লেখ করেছিলেন৷ ‘জঙ্গল বাগানকে দখল করতে পারে' বলেও মন্তব্য করেছিলেন তিনি৷

অনলাইনে ও অনেক কূটনীতিক বরেলের এমন মন্তব্যের সমালোচনা করেন৷ সংযুক্ত আরব আমিরাত সোমবার তাদের দেশে নিযুক্ত ইইউ মিশনের প্রধানকে তলব করে বরেলের বক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়েছে৷ বরেলের মন্তব্যকে ‘অনুপযোগী ও বৈষম্যমূলক' বলে আখ্যায়িত করেছে আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়৷

বরেলের ব্যাখ্যা

মঙ্গলবার এক ব্লগ পোস্টে বরেল তার মন্তব্যের জন্য ক্ষমা চান৷ তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ভয় দেখানো, ব্ল্যাকমেল ও বলপ্রয়োগের ব্যবহার বাড়ছে, যা আন্তর্জাতিক নিয়মের সঙ্গে মানানসই নয়৷ এই বিষয়টি বোঝাতে তিনি ‘জঙ্গল' শব্দকে রূপক অর্থে ব্যবহার করেছেন বলে দাবি করেন বরেল৷ ‘‘জঙ্গল বলতে আমি আইনবর্জিত বিশ্ব ও বিশৃঙ্খলা বেড়ে যাওয়ার কথা বলেছি,'' ব্লগে লিখেছেন ইইউর শীর্ষ পররাষ্ট্র কর্মকর্তা৷

বরেল বলেন, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এমন জঙ্গল আজ সব জায়গায় দেখা যাচ্ছে, এমনকি ইউক্রেনেও৷

তিনি বলেন, অনেকে তার মন্তব্যকে ‘ঔপনিবেশিক ইউরো-কেন্দ্রিকতা' বলে ভুল ব্যাখ্যা করেছেন৷ ‘‘যদি কেউ অপমানিত বোধ করে থাকেন তাহলে আমি দুঃখিত,'' বলেন বরেল৷

জেডএইচ/কেএম (রয়টার্স)