1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মনমোহন সিংয়ের মন্তব্যকে ঘিরে বাংলাদেশ উত্তাল

২ জুলাই ২০১১

ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা সম্পর্কে যে সন্দেহ প্রকাশ করেছেন, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে৷ সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে ঘিরে উত্তাল রাজনীতি জগত৷

https://p.dw.com/p/11nh6
বাংলাদেশ সম্পর্কে মনমোহন সিংয়ের বিস্ফোরক মন্তব্যে দুই দেশেই জোরালো প্রতিক্রিয়া শোনা যাচ্ছেছবি: UNI

বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট বদলে যেতে পারে – ভারতের প্রধানমন্ত্রী ড.মনমোহন সিংয়ের এই মন্তব্য বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমেও৷ দৈনিক সমকাল কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে উদ্ধৃত করে লিখেছে, ‘‘কেউ কেউ মনমোহনের বক্তব্যকে ‘অবিবেচক উক্তি' বলে বর্ণনা করেন৷ কেউ বলেন, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের এ ধরনের মন্তব্য করা সমীচীন নয়৷ দৈনিক কালের কণ্ঠ তার সম্পাদকীয়তে লিখেছে, ‘‘ভারত আমাদের প্রতিবেশী দেশ৷ দুটি দেশের মধ্যে দীর্ঘ সীমান্ত রয়েছে৷ একের রাজনৈতিক অবস্থা অন্যকে কমবেশি প্রভাবিত করতেই পারে৷ সেদিক থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী উদ্বিগ্ন হতেই পারেন৷ কিন্তু বিষয়গুলো কতটুকু সত্য, সন্ত্রাসবাদ বৃদ্ধি পাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়ে থাকলে তা নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার কী কী ব্যবস্থা নিয়েছে বা নিচ্ছে – তা দেশের নাগরিকদের জানার অধিকার রয়েছে৷ আমরা এ ব্যাপারে বাংলাদেশ সরকারের বক্তব্য আশা করছি৷'' বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম ভারতের বেশ কয়েকজন প্রাক্তন কূটনীতিক ও সংবাদ মাধ্যমের বক্তব্য উদ্ধৃত করে লিখেছে, ‘মনমোহনের সঙ্গে একমত নন ভারতের সাবেক কূটনীতিকরাও'৷ দৈনিক ইত্তেফাক লিখেছে, ‘ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশে দায়িত্ব পালন করা সাবেক দুই ভারতীয় হাই কমিশনার বিনা সিক্রি ও দেব মুখার্জি'৷

Bildcombo Sheikh Hasina und Khaleda Zia
সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে কেন্দ্র করে দুই নেত্রীর সংঘাত আবার বাড়ছেছবি: AP/DW

সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাসের পর আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে রাজনৈতিক টানাপোড়েন বেড়েই চলেছে৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম সহ একাধিক সূত্র জানাচ্ছে, যে বিরোধী দলের আন্দোলনে যাওয়ার ঘোষণা এবং বিভিন্ন ইসলামী দলের হরতাল ডাকার পরিপ্রেক্ষিতে শনিবার সংবাদ সম্মেলন করে দলের অবস্থান জানাবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম৷ তার ওই সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টার মধ্যে ঢাকায় এক জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার৷ কালের কণ্ঠ লিখেছে, ‘‘পরিস্থিতির নাটকীয় কোনো পরিবর্তন না ঘটলে শিগগিরই ৪৮ ঘণ্টার হরতাল আহ্বান করতে পারে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো৷ দলের হাইকমান্ডে এরই মধ্যে এ নিয়ে আলোচনাও হয়েছে৷ তবে হরতালের ঘোষণা কবে হতে পারে সে ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি৷'' দৈনিক প্রথম আলো সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে বিশিষ্ট নাগরিকদের অভিমতের ভিত্তিতে লিখেছে, এর ফলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়বে৷

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়