1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা ঘোর সংকটে

২৭ সেপ্টেম্বর ২০১০

সোমবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানিয়েছেন, ফিলিস্তিনি এবং আরব নেতাদের সঙ্গে শলা-পরামর্শের পর তিনি শান্তি আলোচনার বিষয়ে সিদ্ধান্ত নিতে চান৷

https://p.dw.com/p/PNnY
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসছবি: AP

পশ্চিম তীরে বসতি বন্ধ রাখার স্থগিতাদেশ রবিবার মধ্যরাতে শেষ হলো৷ কিন্তু প্রবল আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইসরায়েল তার মেয়াদ বাড়ালো না৷ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র ইয়াসের আবেদ সোমবার ইসরায়েল রেডিওকে জানিয়েছেন, ‘‘পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের বিষয়টি শান্তি আলোচনা ভেস্তে দিতে পারে৷'' তিনি আরো বলেছেন ‘‘বসতি সম্প্রসারণের স্থগিতাদেশ না বাড়ানোর বিষয়টি শুধু এই শান্তি আলোচনাকেই নয়, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতার বিষয়টিকেও নতুন করে সংকটে ফেলতে যাচ্ছে৷'' উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর গত ২ সেপ্টেম্বর মার্কিন উদ্যোগে নতুন করে মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ত্রিপাক্ষিক আলোচনা শুরু হয়েছিল৷

Israel errichtet Zaun zum Westjordanland
পশ্চিম তীরে বসতি নির্মাণের কাজ শুরু হয়ে গেছেছবি: AP

অধিকৃত পশ্চিম তীরে বসতি নির্মাণ স্থগিত করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর পক্ষ থেকে নেয়া কোন উদ্যোগের কথা এখনো পর্যন্ত কোনো জানা যায়নি৷ তিনি অবশ্য দেশের নাগরিকদের পশ্চিম তীরে বসতি নির্মাণ না করার অনুরোধ জানালেও পশ্চিম তীরে এখন বাড়ি-ঘর বানানোর তোড়জোড় চলছে৷ রবিবার মধ্যরাত্রে স্থগিতাদেশের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে পশ্চিম তীরে কাগজে কলমে বসতি নির্মাণের বিষয়টি শুরু হবার কথা ছিল৷ কিন্তু কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা বাদে ইসরায়েলে এই সময়টাতে নানা উৎসব-আয়োজন থাকার কারণে পশ্চিম তীরে বসতি নির্মাণে বেশ খানিকটা ধীরগতিই লক্ষ্য করা গিয়েছিল৷

NO FLASH USA Barack Obama Benjamin Netanjahu
দুই নেতা শান্তি আনতে পারবেন কী ?ছবি: AP

মধ্যপ্রাচ্য সংকট নিরসন নিয়ে আরব নেতাদের সঙ্গে অক্টোবরের ৪ তারিখে অনুষ্ঠিতব্য আলোচনার পরেই সম্ভবত ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মুখ খুলবেন, আর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু অধিকৃত পশ্চিম তীরে বসতি নির্মাণ সংক্রান্ত স্থগিতাদেশ আর না বাড়ালেও এখনো পর্যন্ত শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে৷ খাবি খাওয়া এই শান্তি আলোচনা যাতে ভেস্তে না যায়, মার্কিন তরফও সে বিষয়ে তৎপরতা চালাচ্ছে৷ সবমিলিয়ে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া নিয়ে এখন এক টান টান উত্তেজনা বিরাজ করছে৷

প্রতিবেদন: হুমায়ূন রেজা

সম্পাদনা: সঞ্জীব বর্মন