1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মঙ্গলবার হরতাল

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৩ ডিসেম্বর ২০১২

বাংলাদেশে জামায়াতে ইসলামীকে পূর্বঘোষিত প্রতিবাদ সমাবেশ করতে না দেয়ায়, তারা মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে৷ নাশকতার আশঙ্কায় সোমবারের সমাবেশ করতে দেয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ৷

https://p.dw.com/p/16unO
ছবি: AP

যুদ্ধাপরাধের অভিযোগে আটক গোলাম আযম নিজামি, মুজাহিদ ও সাঈদীসহ শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে গত অক্টোবর মাস থেকে জামায়তে ইসলামী নানা কর্সসূচি দিয়ে আসছে৷ এসব কর্মসূচি পালনের সময় নাশকতাসহ পুলিশের ওপর হামলার অভিযোগ ওঠে৷

একই দাবিতে সোমবার বিকেলে ঢাকায় প্রতিবাদ সমাবেশের কর্মসূচি দিয়েছিল জামায়াত৷ কিন্তু বায়তুল মোকাররম উত্তর গেটে এই কর্মসূচির অনুমতি দেয়নি সরকার৷ ফলে তারা কর্মসূচি পালন করতে পারে নি৷ পুলিশের উপ-কমিশনার নুরুল ইসলাম বলেন, অনুমতি ছাড়া রাজধানীতে সভা-সমাবেশ বা প্রতিবাদ কর্মসূচি পালন করা যায় না৷

দুপুর পর্যন্ত প্রতিবাদ কর্মসূচির অনুমতি না পেয়ে জামায়াতে ইসলামী মঙ্গলবার সারা দেশে হরতাল কর্মসূচি আহ্বান করে৷ জাময়াতের কেন্দ্রীয় নেতা হামিদুল ইসলাম আজাদ এই কর্মসূচি ঘোষণা করলেও পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেও তা জানানো হয়৷ জামায়াত প্রতিবাদ সমাবেশ কর্মসূচির অনুমতির জন্য কোনো আবেদনই করেনি –স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদ জানান তিনি৷

Dhaka Protest Ausschreitungen
নাশকতার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পুলিশ...ছবি: Reuters

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, চলতি মাস থেকেই যুদ্ধাপরাধের বিচারের রায় দেয়া শুরু হবে৷ আর তা প্রতিহত করতে জাময়াতে ইসলামি নানা ধরনের তৎপরতা চালাচ্ছে৷ তবে জামায়াতের চোরাগুপ্তা হামলায় পুলিশের ব্যর্থতার কথাও বলেন তিনি৷

অন্যদিকে, জামায়াত ছাড়া বিএনপি'র নেতৃত্বে ১৮ দলের অন্য কোনো রাজনৈতিক দল জামায়াতের হরতাল কর্মসূচিতে সমর্থন দেয়নি৷ তবে বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলামগীর বলেছেন, সরকারের পরামর্শে বিএনপি জামায়াতের সঙ্গ ত্যাগ করবে না৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য