1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মঙ্গলবার থেকে শুরু সেবিট

রিয়াজুল ইসলাম২ মার্চ ২০০৯

জার্মানির হানোফার শহরে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বিশ্বের সবচে বড় তথ্য প্রযুক্তি বিষয়ক প্রদর্শনী সেবিট৷ তবে বিশ্ব অর্থনৈতিক মন্দাবস্থার ধাক্কা এবার লেগেছে সেবিট এও৷

https://p.dw.com/p/H4Hr
মার্চের ৩ থেকে ৮ তারিখ পর্যন্ত হানোফারে চলবে সেবিট মেলা৷ছবি: picture-alliance/ dpa

প্রতি বছর জার্মানির হানোফারে অনুষ্ঠিত হয়ে থাকে বিশ্বের সবচে বড় তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রদর্শনী সেবিট৷ একে বিশ্বের সবচে বড় তথ্য প্রযুক্তি মেলাও বলা চলে৷ মঙ্গলবার এর উদ্বোধন করবেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ সঙ্গে থাকবেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জনেগার৷ কারণ এবারের সেবিট এর অংশিদার হিসেবে ক্যালিফোর্নিয়াকে বেছে নেয়া হয়েছে৷

Angela Merkel und Arnold Schwarzenegger vor der Eröffnungsfeier der CeBIT 2009
হানোফারে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এর সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জনেগার৷ মঙ্গলবার সেবিট মেলার উদ্বোধন করবেন তাঁরা৷ছবি: AP

এ মেলার মূল উদ্দেশ্য থাকে বড় বড় কোম্পানির কাছে কম্পিউটার সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি পণ্য তুলে ধরা৷ তবে ব্যক্তিগত কম্পিউটার, ল্যাপটপ এবং নতুন নেটবুকও সেবিট এর অন্যতম আকর্ষন হিসেবে বিবেচিত হয়৷

বিশ্ব অর্থনৈতিক মন্দার ধাক্কা সবজায়গার মত এখানেও এসে লেগেছে৷ প্রথমত, গত বার সেবিট এ অংশ নিয়েছিলো বিভিন্ন দেশের ৫ হাজার ৮শ ৪৫টি কোম্পানি৷ কিন্তু এবার অংশ নিচ্ছে ৬৯টি দেশের ৪ হাজার ৩শ কোম্পানি অর্থাৎ আগের চেয়ে প্রায় এক চতুর্থাংশ কম৷

তথ্য প্রযুক্তি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব কম্পিউটার বিক্রির ওপর পড়ারও আশংকা করছেন৷ কানেক্টিকাটে অবস্থিত কোম্পানি গার্টনার আশংকা করছে গত বছরের চেয়ে এ বছর কম্পিউটার ও কম্পিউটার পণ্য সামগ্রী আগের বছরের চেয়ে ১২ শতাংশ কম বিক্রি হবে৷ শিল্পোন্নত দেশগুলোতে এ হার হবে ১৩ শতাংশ৷ তবে জার্মান ট্রেড ফেডারেশন বিটকম আশা করছে এ বছর গোটা বিশ্বে তাদের সফটওয়্যার এবং টেলিযোগাযোগ পণ্য তিন শতাংশ বাড়বে৷ বিশেষ করে এশিয়া এবং ল্যাটিন আমেরিকার দেশগুলোতে কম্পিউটার পণ্য সামগ্রী বিক্রি বাড়তে থাকবে বলে আশা করছে তারা৷