1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মঙ্গলবার থেকে তিন দিনের অবরোধ দিল বিএনপি

হারুন উর রশীদ স্বপন ঢাকা
২৯ অক্টোবর ২০২৩

রোববার সকাল-সন্ধ্যা হরতালের পর বিএনপি মঙ্গলবার থেকে তিনদিনের অবরোধ কর্মসূচি দিয়েছে৷ ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী৷

https://p.dw.com/p/4YAbl
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রোববার গ্রেপ্তার করা হয়েছেছবি: Rafayat Haque Khan/Zuma/picture alliance

রোববার সন্ধ্যায় অজ্ঞাত স্থান থেকে জুম মিটিং-এ এই কর্মসূচি ঘোষণা করেন তিনি৷

এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে আটক করা হয়েছে রোববার সকালে৷ গ্রেপ্তার হতে পারেন দলটির আরো কয়েকজন নেতা৷ শীর্ষ পর্যায়ের নেতারা অনেকেই এখন যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছেন৷

জুমে সংবাদ সম্মেলন
রিজভী জুমে সংবাদ সম্মেলনে বলেন, ‘‘সরকারের পদত্যাগ, খালেদা জিয়ার মুক্তি, নেতা-কর্মীদের হত্যা, গ্রেপ্তার ও হামলা, মহাসচিবকে গ্রেপ্তার ও নেতাদের বাসায় তল্লাশির প্রতিবাদে ওই তিন দিন সারাদেশে রাজপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধ পালিত হবে৷'' 

‘সারাদেশে রাজপথ, রেলপথ ও নৌপথে অবরোধ’

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বানানীর বাসা, মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসা, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বনানীর বাসা ঘিরে রেখেছে পুলিশ৷ আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হেসেনের গুলশানের বাসায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে না পেয়ে তার ছোট ভাই ইশফাক ও গাড়ি চালক রাজিবকে নিয়ে গেছে৷

হরতালের দিন নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে কোনো নেতাকর্মীকে দেখা যায়নি৷ অফিস তালা দেয়া রয়েছে৷ আর চারপাশ পুলিশ কর্ডন করে রেখেছে৷ অফিসের সামনের পুরো প্রবেশ পথকে সিআইডি ‘ক্রাইম সিন' ঘোষণা করে হলুদ ফিতার বেষ্টনি দিয়ে দিয়েছে৷ ওই এলাকায় কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না৷ সিআইডির একজন কর্মকর্তা জানিয়েছেন, তারা ওই জায়গা থেকে ১৬ ধরনের আলামত জব্দ করেছেন৷

একাধিক মামলা
শনিবার বিএনপির মহাসম্মেলনের কাছে ফকিরাপুলে সংঘর্ষের সময় পুলিশ কনেস্টবল আমনুল পারভেজ নিহত হওয়ার ঘটনায় পল্টন থানায় হত্যা মামলা হয়েছে৷ এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত দুইজনকে আটক করেছে৷ এছাড়া সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা মির্জা আব্বাসসহ ৮০০ জনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে৷ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘‘মামলা মাত্র শুরু হয়েছে, আরো মামলা হবে৷''

শনিবার সংঘর্ষের সময় সেগুনবাগিচা এলাকায় আহত সাংবাদিক নেতা রফিক ভূঁইয়া রোববার বারডেম হাসপাতালে মারা গেছেন৷ সেসময় নয়া পল্টন এলাকায় যুবদল নেতা শামীম মিয়া নিহত হওয়ার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি৷ 

‘বাংলাদেশে কোনো আইনের শাসন নেই’

বাসে আগুন, একাধিক প্রাণহানি
রোববারের হরতাল চলাকালে ঢাকায় চার-পাঁচটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে৷ সকাল ৯টা থেকে ১০টার মধ্যে মোহাম্মদপুর, তাঁতীবাজার ও বায়তুল মোকাররম দক্ষিণ গেট এলাকায় তিনটি বাসে আগুন দেয় অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা৷ এরমধ্যে মোহাম্মদপুরে আগুনের ঘটনায় একজনের মুত্যু হয়েছে৷

পুলিশ দাবি করছে, আগুন দেয়ার পর দৌঁড়ে পালাতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে৷ তিনি একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নিয়ে সেখান থেকে লাফ দিয়ে পালাতে গেলে নিচে পড়ে মারা যায়৷ তবে বিএনপি দাবি করেছে, তিনি দলটির ৩০ নম্বর ওয়ার্ডের নেতা, তার নাম আব্দুর রশিদ৷ তাকে ছাদ থেকে ফেলে দিলে তিনি মারা যান৷ লালমনিরহাটে হরতাল চলাকালে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষের সময় লালমনিরহাট সদর উপজেলা লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নিহত হয়েছেন৷ সকাল ৯টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর বাজার এলাকায় ওই সংঘর্ষ হয়৷ দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷

এদিকে, রোববার ভোর রাতে ডেমরার দেইল্লা বাসস্ট্যান্ডে একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিলে ওই বাসে ঘুমিয়ে থাকা বাসের হেলপার মোহাম্মদ নাঈম আগুনে পুড়ে মারা যান৷
হরতালে বিএনপি নেতা-কর্মীদের পিকেটিং করতে দেখা যায়নি৷ শুধু সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে একটি প্রতিবাদ মিছিল হয় সকালে৷

জামায়াতও পালন করেছে হরতাল

জামায়াতও রোববার হরতাল ডাকে৷ তারা ঢাকায় দুই-তিনটি ঝটিকা মিছিল করেছে৷ নারায়ণগঞ্জে হরতালে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের দুই দফা সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে৷

বগুড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া গেছে৷ সংঘর্ষ হয়েছে ঠাকুরগাঁওয়ে৷
গাজীপুরে শনিবার দিবাগত রাতে হরতালের সমর্থনে মশাল মিছিল থেকে বাস ও মটরবাইকে আগুন দেয়া ঘটনা ঘটেছে৷ 

‘তারা সহিংসতা করলে তাদের প্রতিহত করা হবে’

ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের আধুরিয়ায় সড়ক অবরোধ করে কয়েকটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়৷ কুমিল্লার চকবাজারে বিএনপির মিছিলে বাধা এবং টিয়ারসেল ও ফাঁকা গুলি চালায় পুলিশ৷ এসময় এক পুলিশ সদস্য আহত হয়, আটক করা হয়েছে চারজনকে৷

শনিবারের ঘটনা এবং রোববারের হরতাল মিলিয়ে এপর্যন্ত ঢাকাসহ সারাদেশে ৯০০ জনকে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে৷

এদিকে, আওয়ামী লীগ হরতালের প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে শান্তি মিছিল ও শান্তি সমাবেশ করেছে৷

হরতালে ঢাকার রাস্তায় গণপরিবহন ছিল না বললেই চলে৷ কিছু ব্যক্তিগত যানবাহন ও অটোরিকশা দেখা গেছে৷ রিকশা ছিল অনেক৷ দোকান পাট খুললেও তেমন ক্রেতা ছিল না৷ অফিস আদালত চললেও উপস্থিতি ছিল কম৷ শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও কোথাও অনলাইনে ক্লাস হয়েছে৷

গভীরভাবে মর্মাহত ইইউ

ঢাকার রাজপথে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দূতাবাস গভীরভাবে মর্মাহত বলে রোববার দুপুরে এক্স বার্তায় জানিয়েছে৷ তারা লিখেছে, ‘‘ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন ও এর সদস্যদেশগুলো রাজধানীর রাজপথে প্রাণহানি ও সহিংসতার ঘটনায় গভীরভাবে মর্মাহত৷''

অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের শান্তিপূর্ণ পথ খুঁজে নেয়া গুরুত্বপূর্ণ বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে৷

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে শনিবার সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়েছে সম্পাদক পরিষদ৷ সাংবাদিকদের ওপর হামলা-নিরাপত্তাহীনতায় তারা উদ্বেগ প্রকাশ করেছে৷ রোববার এক বিবৃতিতে সম্পাদক পরিষদ এই নিন্দা ও উদ্বেগ জানায়৷

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ডয়চে ভেলেকে বলেন, ‘‘এখন পরিস্থিতি হলো বাংলাদেশে কোনো আইনের শাসন নেই৷ ব্যক্তি স্বাধীনতা নেই, মত প্রকাশের স্বাধীনতা নেই৷ আইন-শৃঙ্খলা বাহিনী সংবিধান লঙ্ঘন করছে৷ আইন-শৃঙ্খলা বাহিনীর কিছু ঊর্ধ্বতন সদস্য পেশাদারিত্ব হারিয়ে এই অনির্বাচিত সরকারের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছেন৷ তারা আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার, নির্যাতন অব্যাহত রেখেছে৷''

তার কথা, ‘‘পরিস্থিতি যাই হোক আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো৷ এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে৷''

এর জবাবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, ‘‘বিএনপি শনিবার যে সহিংসতা করেছে জনগণ তাদের প্রতিহত করেছে৷ তারা যদি শান্তিপূর্ণ সমাবেশ ও কর্মসূচি পালন করে তাহলে তাদের কেউ বাধা দেবে না৷ তবে তারা সহিংসতা করলে তাদের প্রতিহত করা হবে৷''

তিনি বলেন, ‘‘১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে রাজারবাগকে টার্গেট করেছিল, বিএনপিও তেমনি শনিবার রাজারবাগকে টার্গেট করেছিল৷ তারা পুলিশ হত্যা করেছে৷ প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে৷ হাসপাতালে হামলা করেছে৷ তারা এই বাংলাদেশকে তারেক জিয়ার ‘টেক ব্যাক' বাংলাদেশ করতে চায়৷ কিন্তু সেটা করতে দেয়া হবে না৷''