1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভেনিস চলচ্চিত্র উৎসবে যেতে দেয়া হচ্ছে না ইরানের পানাহিকে

২ সেপ্টেম্বর ২০১০

ইরানের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহির ভেনিস চলচ্চিত্র উৎসবে যোগদান নিষিদ্ধ করা হয়েছে৷ অর্থাৎ পানাহি তাঁর ছবি ‘দ্য একর্ডিয়ন’ র প্রদর্শনীতে যোগ দিতে পারছেন না৷

https://p.dw.com/p/P2Dl
জাফর পানাহিছবি: AP

এদিকে প্রখ্যাত এই চলচ্চিত্র নির্মাতা তাঁকে এইরকম মানসিক কারাবন্দি করে রাখার নিন্দা জানিয়েছেন বুধবার৷ ৫০ বছর বয়স্ক পানাহি বলেন, আমি কারাগার থেকে মুক্তি পেলেও, দেশের বাইরে যাবার কোন অনুমতি আমার নেই৷

‘দ্য একর্ডিয়ন'-এর প্রদর্শনীর আগে তিনি একটি বিবৃতি দেন৷ তিনি বলেন, কোন চলচ্চিত্র নির্মাতাকে যদি চলচ্চিত্র নির্মাণের অনুমতি দেয়া না হয়, তাহলে তিনি মানসিকভাবে কারারুদ্ধ৷ তাকে হয়তো কোন ছোট ঘরে বন্দি করে রাখা হয়নি, কিন্তু তিনি বড় কারাগারে বন্দি৷প্রায় তিন মাস আটক থাকার পর, গত মে মাসে মুক্তি পান তিনি৷

ইরান এবং ইরানের বাইরের যাঁরা, তাঁর পক্ষে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়ে স্বাক্ষর দিয়েছিলেন তাঁদের সবাইকে, পানাহি ধন্যবাদ জানানোর সুযোগটি গ্রহণ করেন৷ একই সঙ্গে কারবন্দি থাকা অবস্থায় সমর্থন দেয়ার জন্যে তিনি চলচ্চিত্র নির্মাতাদের আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানান৷

ইরানে নারীদের সঙ্গে করা আচরনের সমালোচনা করে পানাহির ‘দ্য সার্কেল' ছবিটি ২০০০ সালে ভেনিসের শীর্ষ পুরস্কার গোল্ডেন লায়ন ছিনিয়ে নেয়৷

প্রতিবেদনঃ ফাহমিদা সুলতানা

সম্পাদনাঃ আরাফাতুল ইসলাম