1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভূমধ্যসাগরীয় অঞ্চলের মানুষ ভিড় করছে বার্লিনে

২৮ জানুয়ারি ২০১২

ইউরোপে আর্থিক সংকটের বড় কোন প্রভাব জার্মানির উপর পড়েনি৷ আর তাই অন্যান্য ইউরোপের দেশ থেকে মানুষ আসছে জার্মানিতে৷ কাজ খুঁজছে৷ সবাই ভিড় করছে রাজধানী বার্লিনে৷

https://p.dw.com/p/13s5Z
বার্লিনে কাজের আকর্ষণই আলাদা!ছবি: picture-alliance/ZB

বার্লিনে শনিবার রাত৷ উইকএন্ড৷ রাস্তায় প্রচণ্ড ভিড়৷ বার এবং পাবগুলো ভর্তি৷ বিয়ারের গ্লাস এবং ছুরি-চামচের টুং-টাং শব্দ ভেসে আসছে রেস্ট্যুরেন্টগুলোর ভেতর থেকে৷ রাস্তায় কিছুক্ষণ হাঁটলেই কানে আসবে নানা রকমের ভাষা৷ জার্মান, ইংরেজি, ইটালিয়ান, সুইডিশ এবং সবচেয়ে বেশি শোনা যাবে স্প্যানিশ৷ স্প্যানিশরা সবচেয়ে বেশি আসছে বার্লিনে৷

স্পেনের বার্সেলোনা থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ আসছে বার্লিনে৷ এরপর রয়েছে মাদ্রিদ এবং গ্রানাডা৷ এরপরই রয়েছে পর্তুগাল, ইটালি এবং গ্রিসের মানুষ৷ সবাই কাজের সন্ধানে এসেছে জার্মানিতে৷ স্পেনে তরুণ প্রজন্মের ৪০ শতাংশেরও বেশি বেকার৷

Ankunft Aussiedler Entwicklung der Migration nach Deutschland Flash-Galerie
সুযোগের খোঁজে বার্লিনেছবি: picture alliance/dpa

এদের বলা হচ্ছে অর্থনৈতিক শরণার্থী৷ বার্লিনে যেসব স্প্যানিশ দেখা যাবে কয়েক বছর আগে পর্যন্ত তারা ছিল গায়ক, চিত্রকর, শিল্পী৷ আজ সবাই বেকার৷ এরা যখন প্রথম বার্লিনে আসে তখন সবাই জার্মান ভাষা শেখার কোর্স করেছিল৷ তখনই অন্য স্প্যানিশ বা ইটালিয়ানের সঙ্গে পরিচয় হয়৷ তখন থেকেই একসঙ্গে থাকা, যোগাযোগ এবং একসঙ্গে কাজ খোঁজা৷

স্পেনের রাজধানী শহর মাদ্রিদে কাজ পাওয়া এই মুহূর্তে অসম্ভব৷ এক রুমের কামরা নিয়ে কোনভাবে চলাও সম্ভব নয়৷ তাই ট্রেনে, বাসে, এবং সস্তা ফ্লাইটে সবাই আসছে জার্মানিতে৷ এখন মনে হবে যেন প্রতি সপ্তাহেই কয়েক শ স্প্যানিশ আসছে জার্মানিতে৷ সবাই কাজের জন্য আবেদন করছে৷ অনেকেই তাদের দূতাবাসকে পর্যন্ত জানায় না যে তারা জার্মানিতে এসেছে বা থাকছে৷     

হুয়ান প্রায় দু বছরের বেশি সময় ধরে বার্লিনে আছে৷ সে স্পেনে কালচারাল ম্যানেজমেন্ট বিষয় নিয়ে পড়াশোনা করেছে৷ এরপর বার্লিনের একটি গ্যালারিতে সে ইন্টার্নশিপ করতে এসেছিল৷ তখন প্রতি মাসে পাঁচশো ইউরো করে পেত৷ ইন্টার্নশিপের পর সে কাজ খুঁজছে কিন্তু পাচ্ছে না৷ হুয়ান জানাল,‘‘এই অবস্থায় আমি কিছুতেই স্পেনে ফিরে যেতে পারবো না৷ স্পেনে আমি বেকারভাতাও পাবো না৷'' 

Berlin Deutschland Brandenburger Tor Lightshow Panorama
শহরের আকর্ষণও কম নয়ছবি: Getty Images

হুয়ান জানাল, স্পেনে সে তার বন্ধু, পরিবার এবং সুন্দর আবহাওয়া ভীষণভাবে মিস করে৷ কিন্তু সে কিছুতেই সেখানে ফিরে যেতে চায় না৷ আক্ষেপের সঙ্গে হুয়ান বলল,‘‘আমার বাবা আমাকে বলেছিল, আমাদের এতগুলো প্রজন্মের মধ্যে তোর অবস্থা সবচেয়ে খারাপ৷'' কথা সত্যি কিন্তু করার কিছু নেই৷

হুয়ান একটি কামরা শেয়ার করে ইটালির এক শিল্পীর সঙ্গে৷ হুয়ানের বেশির ভাগ বন্ধু-বান্ধবী ইটালিয়ান এবং স্প্যানিশ৷ ইটালিয়ান ঐ শিল্পী সাত বছর ধরে বার্লিনে বসবাস করছে৷

বার্লিনে বেশ কিছু জায়গা আছে যেখানে স্প্যানিশদের ভিড় বেশি৷ তারা সেখানেই আড্ডা দেয়৷ হুয়ান জানায়, সে বেশিরভাগ সময়েই অন্যান্য অপরিচিত স্প্যানিশদের এড়িয়ে চলে৷ একই মানসিকতা অন্য স্প্যানিশদের মধ্যেও দেখা যায়৷

মারিয়া কাজ করে একটি বারে৷ বারটি একটি বেসমেন্টে৷ মারিয়া গ্রানাডার মেয়ে৷ সে বার্লিনে পাঁচ বছর ধরে আছে৷ মারিয়া জানাল,‘‘জার্মানিতে খুবই কষ্ট হয় শীতকালে৷ স্পেনের বেশিরভাগ মানুষই এধরণের শীতে অভ্যস্ত নয়৷ সহ্য করতে না পেরে অনেকেই ফিরে গেছে স্পেনে৷ দুই তিন বছরের বেশি কেউই থাকতে পারেনি৷ সবাই ফিরে গেছে৷''

তবে মারিয়া কোথাও যাচ্ছে না৷ সে বার্লিনেই থাকবে৷ স্পেনের অর্থনৈতিক মন্দার হাত থেকে রক্ষা পাওয়ায় একমাত্র পথ হল সেখান থেকে দূরে থাকা৷ কষ্ট করেও হলেও বার্লিনে পড়ে থাকা৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য