1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভূত দেখে ‘রামনাম'

২১ মার্চ ২০১৬

‘ভূত আমার পুত, পেত্নী আমার ঝি, রাম-লক্ষণ বুকে আছে, করবি আমায় কী?' – আপনি ভূতে বিশ্বাস না করলেও, ছোটবেলায় অন্ধকার রাস্তা দিয়ে যাওয়ার সময় এ ছড়া আওড়াননি – বুকে হাত দিয়ে এ কথা বলতে পারবেন? এই ভিডিওটা দেখে সে কথা বলুন দেখি!

https://p.dw.com/p/1IGtI
প্রতীকী ছবি
ছবি: Colourbox

কথায় আছে, আস্তিকের ভূত দেখা আর বিড়ালের মাছ বাছা – দু'টোই সমান৷ তাই ‘আপনি ভূতে বিশ্বাস করেন?' – এ কথা জিজ্ঞাসা করলে বেশিরভাগ মানুষই মুখে বলেন, ‘না'৷ কিন্তু তেমন পরিস্থিতিতে পড়লে বহু ডাকাবুকোদেরও গা ছম ছম করে ওঠে৷ আর সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল' হয়ে যাওয়া পাঁচ-পাঁচটি ভূতের এই ভিডিওটি দেখলে আপনার ভূতে বিশ্বাস বাড়বেই৷ তা সে আপনি আস্তিক হন অথবা নাস্তিক৷

তাছাড়া বাঙালির কাছে ভূত মানে আজও সেই মান্ধাতার আমলের ভূতগুলো রয়ে গেছে – শাকচুন্নি, ব্রহ্মদৈত্য, মামদো, গেছো, পেত্নী৷ আর তাদের অশরীরী ঠিকানা? কেন? কেয়ার অফ বেলগাছ, শেওরা গাছ, তাল গাছ অথবা তেঁতুল গাছ৷ তাই না? এই ভিডিওটি অবশ্য আপনাকে দেবে নতুন ভূতের সন্ধান, যাদের দেখে দিনের বেলাতেও আপনার রোমকূপ খাড়া হয়ে উঠবে, উঠবেই৷

তখন আর কখনোই মনে হবে না যে, ভূতের অস্তিত্ব শুধুমাত্র দাদা-নানি, ঠাকুরদা-ঠাকুরমার মুখের বানানো গল্পগুলোর মধ্যেই জীবিত রয়েছে৷ কী বলেন?

ডিজি/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান