1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভিয়েতনামের প্রেসিডেন্টের দিল্লি সফর তাৎপর্যপূর্ণ

১২ অক্টোবর ২০১১

তিন দিনের ভারত সফরে ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রুঙ্গ তান সাঙ্গ আজ নতুন দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী ড.মনমোহন সিং-এর সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সম্পৃক্ত বিষয় নিয়ে ব্যাপক আলাপ আলোচনা করেন৷ সই হয় ৬টি চুক্তি৷

https://p.dw.com/p/12qfC
ONBOARD, OCT 30 (UNI):-The Prime Minister, Dr. Manmohan Singh interacting with accompanying media onboard from Vietnam to Delhi, after attending the ASEAN Summit on Saturday. UNI PHOTO -115U
ভারতের প্রধানমন্ত্রী ড.মনমোহন সিংছবি: UNI

ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রুঙ্গ তান সাঙ্গ এবং প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর মধ্যে প্রতিনিধিস্তরে দু'দেশের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়৷ সই হয় মোট ৬টি চুক্তি৷ তারমধ্যে আছে, কৌশলগত সহযোগিতা ছাড়া প্রতিরক্ষা, জ্বালানি, প্রযুক্তি, কৃষি, প্রত্যপর্ণ ও সাংস্কৃতিক ৷

শীর্ষ সম্মেলন শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে উভয় নেতা কৌশলগত নিরাপত্তা সহযোগিতা আরো মজবুত করার অঙ্গীকারের কথা বলেন৷ প্রধানমন্ত্রী সিং বলেন, ভিয়েতনামের সঙ্গে কৌশলগত সহযোগিতা দুদেশের গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করবে৷ প্রশস্ত করবে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, সুস্থিতি ও উন্নয়নের পথ৷ ভারত ও ভিয়েতনাম উপকূলবর্তী প্রতিবেশি দেশ৷ উভয় দেশকে সন্ত্রাস, জলদস্যুতা, প্রাকৃতিক বিপর্যয়ের মত অভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে৷

দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের জলসীমায় ভারতের তেল অনুসন্ধান প্রকল্পে চীনের বিরোধীতার প্রেক্ষাপটে ভিয়েতনাম প্রেসিডেন্ট ত্রুঙ্গ সাঙ্গের ভারত সফর দক্ষিণ-পূর্ব এশিয়ার কূটনীতিতে কতটা তাৎপর্যপূর্ণ, সে সম্পর্কে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক সব্যসাচী বসু রায়চৌধুরি ডয়চে ভেলেকে বললেন, ‘‘ভারত এর আগে ‘পুবে তাকাও' নীতিতে বেশি আগ্রহী হয়েছে৷ কিন্তু ইদানিং নিরাপত্তার বিষয়টা বিশেষ করে জ্বালানি নিরাপত্তা ইস্যুটি জরুরি হয়ে দাঁড়িয়েছে৷

দক্ষিণ চীন সাগরে জ্বালানি পাওয়ার ব্যাপারে ভারতের একটা স্বার্থ জড়িত৷ সেটাকে ঘিরে ভিয়েতনামের সঙ্গে চীনের সংঘাতের একটা জায়গা তৈরি হয়েছে৷এই প্রেক্ষাপটে ভিয়েতনাম প্রসিডেন্টের ভারত সফর অবশ্যই তাৎপর্যপূর্ণ৷ এর মধ্য দিয়ে ভারত বুঝিয়ে দিতে চাইছে যে, চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে ভারত যেমন আগ্রহী, তেমনি জ্বালানি নিরাপত্তার প্রশ্নে ভারত আপোষ করতে রাজি নয়৷

ভারত-চীন সীমান্ত বিরোধ নিয়ে ১৫ দফা আলোচনার জন্য শিঘ্রিই চীনের এক প্রতিনিধিদল ভারতে আসছেন৷ ভারত তার প্রস্তুতি নিচ্ছে৷ একদিক থেকে দেখতে গেলে এটাকে ভারতের পররাষ্ট্রনীতির সাবালকত্ব অর্জনের প্রতীক বলা যেতে পারে৷

এর আগে ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা, প্রতিরক্ষামন্ত্রী এ.কে অ্যান্টনি৷ সকালে রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গনে প্রসিডেন্ট ত্রুঙ্গ সাঙ্গকে আনুষ্ঠানিক স্বাগত জানানো হয়৷ প্রেসিডেন্টের সম্মানে আজ নৈশভোজ দিচ্ছেন রাষ্ট্রপতি প্রতিভা দেবি সিং পাটিল৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ