1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের সাংবাদিকেরা চাকরি পুনর্বিবেচনা করছেন

২৪ অক্টোবর ২০২৩

ভারতে সরকারের বিরোধিতা করা সাংবাদিক ও গণমাধ্যমের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগের ঘটনায় মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে৷

https://p.dw.com/p/4Xxgd
Indien | Prabir Purkayastha
ছবি: Raj K Raj/Hindustan Times/IMAGO

অক্টোবর মাসের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী ও তার সরকারের সমালোচনা করা গণমাধ্যম নিউজক্লিকের কয়েকজন সাংবাদিকের বাড়িতে পুলিশ অভিযান চালায়৷ অন্তত ২৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়৷

নিউজক্লিকের প্রতিষ্ঠাতা সাংবাদিক প্রবীর পুরোকায়স্থ ও মানবসম্পদ বিভাগের প্রধান অমিত চক্রবর্তীকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়৷

অভিযান ও গ্রেপ্তারের আগে পুলিশ নিউজক্লিকের বিরুদ্ধে চীন থেকে টাকা নেওয়ার বিনিময়ে ভারতের নীতি ও প্রকল্পের সমালোচনা এবং চীনের নীতি ও কর্মসূচির পক্ষে সংবাদ প্রকাশ করার অভিযোগ করেছিল৷

নিউজক্লিক এসব অভিযোগ প্রত্যাখ্যান করে এটি ‘ভারতে মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের মুখ বন্ধ করার ‘একটি নির্লজ্জ প্রচেষ্টা' বলে জানিয়েছে৷ সরকার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে৷

ফ্রি স্পিচ কালেকটিভের গবেষণা বলছে, ২০২০ সাল থেকে ১৬ জন সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হয়েছে৷

‘গণমাধ্যমের স্বাধীনতা কমছে'

ভারতে প্রায় ৯০০টি সাংবাদিকতার স্কুল আছে৷ সেখান থেকে প্রতিবছর কয়েক হাজার শিক্ষার্থী বের হন৷

কাজের সুযোগ কমতে থাকা ও কম বেতনের সঙ্গে গণমাধ্যমের উপর সরকারের চাপ যুক্ত হওয়ায় উদ্বিগ্ন তরুণ সাংবাদিকেরা৷ ক্যারিয়ার শুরুর আগেই তারা নিরুৎসাহিত হয়ে পড়ছেন বলে জানান৷

সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করা ২৫ বছর বয়সি ডরিন বোরা ডয়চে ভেলেকে জানান, নতুন দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যাস কমিউনিকেশন্সের একজন প্রখ্যাত অধ্যাপককে তার রাজনৈতিক মতাদর্শের কারণে পুরো একবছর পড়াতে দেয়া হয়নি৷ ‘‘আমার অধ্যাপক আমাদের সতর্ক করেছিলেন যে, ভারতে সাংবাদিকতায় ‘স্বাধীনতার' ধারণাটি ক্ষীয়মাণ হয়ে যাচ্ছে এবং আমরা একটি সংকটময় সময়ে প্রবেশ করছি,'' বলেন তিনি৷

‘‘দুই বছর পর আমি এখন দেশের রাজধানী শহরে আছি এবং সম্ভাব্য সর্বনিম্ন বেতন নিয়ে জীবনধারণের আশা করছি৷ আবেগ কতক্ষণ আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে?'' প্রশ্ন তার৷

২৮ বছর বয়সি সাংবাদিক বৃন্দা শর্মা জানান, তিনি ভারতে স্বাধীন সংবাদের অগ্রদূত এনডিটিভিকে সমস্যার মুখোমুখি হতে দেখেছেন৷ অর্থপাচারের অভিযোগে ২০১৭ সালে এনডিটিভিতে অভিযান চালিয়েছিল সরকার৷

এরপর আর্থিক সংকট ও বিশাল ঋণে জর্জরিত এনডিটিভি কিনে নেন বিজেপি সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী গৌতম আদানি৷

‘‘রাজনীতি নিয়ে রিপোর্ট করা একজন হিসেবে আমি সত্যিই নার্ভাস বোধ করতে শুরু করছি,'' ডয়চে ভেলেকে বলেন বৃন্দা শর্মা৷ ‘‘পুলিশ যদি নিউজক্লিকের সাংবাদিকদের গ্রেপ্তার করতে পারে তাহলে আমিও ভবিষ্যতে সত্যিকারের বিপদে পড়তে পারি,'' বলেন তিনি৷

২৫ বছর বয়সি সৌম্য রাস্তগি একটি প্রখ্যাত জাতীয় দৈনিকে কাজ করেন৷ তবে তিনি পত্রিকার লাইফস্টাইল বিভাগে কাজ করেন৷ ‘‘তাই সাংবাদিকদের উপর হামলাকে এখনও আমি ব্যক্তিগত স্তরে দেখছি না৷ কিন্তু ভবিষ্যতে আমি রিপোর্টিং করতে চাই, কিন্তু আমার মা-বাবা তা করতে দিতে চান না,'' ডয়চে ভেলেকে জানান তিনি৷

তারপরও তিনি সাংবাদিকতা করে যেতে চান৷ দায়িত্ববোধ থেকে তিনি এটি করতে চান বলে জানান সৌম্য রাস্তগি৷

শুভাঙ্গি দের্হগায়েন/জেডএইচ