1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের বিরুদ্ধে অসিদের বিশ্বকাপ পুর্ব প্রস্তুতি

২৫ অক্টোবর ২০০৯

আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে সাত ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি৷ ভাদোদারায় অনুষ্ঠিতব্য এই ম্যাচের আগে মানসিকভাবে অনেকটাই এগিয়ে অসিরা৷

https://p.dw.com/p/KEah
ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিছবি: AP

সাত ম্যাচ সিরিজের দৈর্ঘ্য নিয়ে অনেকেরই মনে প্রশ্ন রয়েছে, তবে এটা অস্বীকার করার উপায় নেই বতর্মান ওয়ানডে ক্রিকেটে অন্যতম দুই প্রতিদ্বন্দ্বীর নাম অস্ট্রেলিয়া এবং ভারত৷ এছাড়া আগামী বিশ্বকাপে খেলার জন্য আসতে হবে এই ভারতের মাটিতে৷ বিষয়টি মনে রেখে অসি দলের অন্যতম অলরাউন্ডার শেন ওয়াটসন বলেছেন, এই সিরিজ তাঁদের বিশ্বকাপের পুর্ব প্রস্তুতির মতই৷ যাই হোক ম্যাচ শুরুর আগে কিন্তু সব দিক দিয়ে এগিয়ে রয়েছে অসিরা৷ সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা লাভের আমেজ এখনও রয়ে গেছে পন্টিং বাহিনীর মধ্যে৷ অপরদিকে মাত্র দুই দিন আগে ভারতে টুয়েন্টি টুয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও গেছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ঘরে৷ তাই মানসিকভাবে পুরোপুরি চাঙ্গা অসিরা৷ তবে ইনজুরির কারণে সহ অধিনায়ক মাইকেল ক্লার্কের অনুপস্থিতিটা তাদের বেশ ভোগাবে৷ কারণ ভারতের স্পিন সহায়ক পিচে ক্লার্কের মত ব্যাটসম্যান বেশি প্রয়োজন৷

অপরদিকে ভিরেন্দর শেহবাগকে ফিরে পেয়ে ভারতের ব্যাটিং কিছুটা শক্ত হলেও যুবরাজ সিং এর ইনজুরি আবার সেটাকেই মিইয়ে দিয়েছে অনেকটা৷ এছাড়া বোলিং এ হরভজন সিং ভরসা, তবে ম্যাচ জিততে হলে দুই পেস বোলার মুনাফ প্যাটেল এবং ইশান্ত শর্মাকে ফর্মে ফিরতেই হবে৷ অপরদিকে অসি বোলার ব্রেট লি রয়েছেন দারুণ ফর্মে৷ তাই অসি আক্রমণের নেতৃত্ব দেবেন তিনি সেটা বলা যায়৷ ভাদোদারার পিচ ব্যাটিং সহায়ক হলেও সকালের শিশির ভেজা পিচের সুবিধা নিতে টস জয়ী অধিনায়ক বোলিং বেছে নিতে পারেন৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়