1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় তিস্তার পানি বণ্টন চুক্তি

৭ জুলাই ২০১১

সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় তিস্তার পানি বণ্টন চুক্তি সই হবে৷ বিরোধপূর্ণ সীমানা নির্ধারণও চূড়ান্ত হবে৷

https://p.dw.com/p/11qwi
Minister for External Affairs S M Krishna addressing the media on his arrival from Islamabad, in New Delhi. Der indische Außenminister S.M.Krishna im Gespräch mt der Presse in Neu Delhi nach seiner Rückkehr aus Islamabad. Foto: UNI, 16.07.2010
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণাছবি: UNI

বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এস এম কৃষ্ণা যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান৷

আজ দু'দেশের পররাষ্ট্রমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক শেষ হওয়ার পর তাঁরা যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন৷ তাঁরা জানান, বেশ কয়েকটি অমীমাংসিত সমস্যার সমাধান হবে সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময়৷ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেন, তিস্তার পানি বণ্টন, সীমানা নির্ধারণ এবং বাংলাদেশের বিদ্যুৎ খাতে ভারতের বিনিয়োগ চুক্তি সই হবে৷ ইছামতী নদীতে ড্রেজিং নিয়েও ভারতের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে৷ কথা হবে ট্রানজিট নিয়ে৷

A fisherman stands near fishing nets along the river Brahmaputra in Gauhati, India, Friday, Oct. 27, 2006. Reports that China may be planning to dam the giant Brahmaputra river and diverting water into its arid provinces have been opposed by regional governments in India's northeast, where it is a lifeline in Assam and Arunachal states. The 2,906-km long Brahmaputra is one of Asia's largest rivers that traverse its first stretch in China's Tibet region, then in India and Bangladesh before converging into the Bay of Bengal. (AP Photo/Anupam Nath)
শীঘ্রই সই হবে তিস্তার পানি বণ্টন চুক্তিছবি: AP

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন৷ তিনি তখন ছিলেন একজন সংসদ সদস্য৷ তাই বাংলাদেশের সঙ্গে তাঁর সম্পর্ক আবেগের৷ তিনি চান, বাংলাদেশ আর ভারতের মধ্যে সম্পর্ক যেন এই অঞ্চলে রোল মডেলে পরিণত হয়৷

এস এম কৃষ্ণা বলেন, সীমান্ত হত্যা বন্ধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীকেই সতর্ক থাকতে হবে৷ তবে এটাও মনে রাখতে হবে, যে সীমান্তে অপরাধ কর্মকাণ্ড যেন কমে আসে৷ বিশেষ করে সীমান্তে চোরাচালান বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে৷

Dr. Dipu Moni is the Foreign minister of Bangladesh Government. Copyright: DW
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিছবি: DW

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শুরুর আগে বাংলাদেশ ভারত যৌথ বিনিয়োগ এবং ভুটানের পণ্যবাহী যানবাহন বাংলাদেশে প্রবেশের দু'টি চুক্তি সই হয়৷ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি জানান আগামী সেপ্টেম্বরে মনমোহনের বাংলাদেশ সফরের আগেই ২৫শে জুলাই কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি একটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন৷ তখন তাঁর হতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য ইন্দিরা গান্ধীর জন্য সম্মাননা স্মারক তুলে দেয়া হবে৷ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য