1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিউত্তর অ্যামেরিকা

ভারতীয় অভিবাসীদের অস্থায়ী জায়গা দেবে কোস্টারিকা

১৮ ফেব্রুয়ারি ২০২৫

অ্যামেরিকা যে ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে, তাদের জায়গা দেবে কোস্টারিকা। মধ্যপ্রাচ্য এবং ভারতের দুশজন অভিবাসী যাচ্ছেন সেখানে।

https://p.dw.com/p/4qcBf
অ্যামেরিকা থেকে আরো ভারতীয় অভিবাসীদের ফেরানো হচ্ছে
অ্যামেরিকা থেকে ফিরছেন ভারতীয় অবৈধ অভিবাসীরাছবি: Matias Delacroix/AP Photo/picture alliance

এর আগে পানামা এবং গুয়েতামালা একই কাজ করেছিল। এবার কোস্টারিকা জানিয়েছে, অ্যামেরিকা যে অবৈধ অভিবাসীপ্রত্যাশীদের ডিপোর্ট করছে, তাদের নিজেদের দেশে জায়গা দিতে চায় তারা। কোস্টারিকার প্রেসিডেন্টের অফিস আনুষ্ঠানিকভাবে একথা ঘোষণা করেছে।

জানানো হয়েছে, বুধবার অ্যামেরিকার একটি যাত্রীবাহী বিমানে মধ্য এশিয়া বা মধ্যপ্রাচ্য এবং ভারত থেকে অন্তত দউস জন ব্যক্তি ওই দেশে গিয়ে নামবেন। কোস্টারিকা তাদের স্বাগত জানাচ্ছে।

উগ্র-ডানপন্থিদের মাঝে অভিবাসী জীবন

কোস্টারিকায় নামার পর সেখান থেকে তারা ওই ব্যক্তিদের নিজেদের দেশে পাঠানোর ব্যবস্থা করবে।

বুধবার যারা গিয়ে পৌঁছাবেন, তাদের একটি অস্থায়ী অভিবাসী ক্যাম্পে রাখা হবে বলে জানানো হয়েছে। এই ক্যাম্পটি পানামা সীমান্তের কাছে তৈরি করা হয়েছে।

ইন্টারন্যাশনাল অপারেশন ফর মাইগ্রেশন এবং অ্যামেরিকা এর জন্য অর্থ ব্যয় করবে বলে জানানো হয়েছে।

তবে ওই অভিবাসীদের কোস্টারিকা থেকে কবে তাদের দেশে পাঠানো হবে, তা এখনো জানানো হয়নি।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)