‘ভারত বিরোধী রাজনীতি থেকে বিএনপি সরতে বাধ্য হচ্ছে’
২৯ অক্টোবর ২০১২খালেদা জিয়ার ভারত সফর প্রসঙ্গে কথা বলেন তিনি৷
বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া রবিবার থেকে ভারত সফর শুরু করেছেন৷ নতুন দিল্লির আমন্ত্রণে এই সফর তাঁর৷ সফরকালে তিনি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গে সাক্ষাৎ করবেন৷ সেদেশের বিরোধী দলের নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি৷ এছাড়া কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও দেখা করতে পারেন খালেদা জিয়া৷
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার এই ভারত সফর নিয়ে এখন চলছে ব্যাপক আলোচনা৷ বিরোধী নেত্রীর এই সফর সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে সাপ্তাহিক পত্রিকার নির্বাহী সম্পাদক শুভ কিবরিয়া বলেন, ‘‘পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ সম্পর্কের অনেক প্রেক্ষাপট বদলে গেছে৷ এই প্রেক্ষাপটে কোন একটা দল, কোন একটা ব্যক্তি বা রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক রাখার যে পুরাতন নীতি, সেটা আসলে বদলে যাচ্ছে৷''
প্রশ্ন উঠতে পারে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ভালো থাকা সত্ত্বেও বিএনপির প্রতি আগ্রহী কেন ভারত? শুভ কিবরিয়া মনে করেন, ‘‘ভারতীয় বিদেশ নীতি যারা নিয়ন্ত্রণ করেন, সেই সামরিক এবং বেসামরিক আমলাতন্ত্র - তারা ভারত-বাংলাদেশ সম্পর্ক টেকসই এবং দীর্ঘস্থায়ী করতে চাচ্ছেন৷ এই দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করতে হলে শুধু আওয়ামী লীগ কিংবা শুধু বিএনপির সঙ্গে সম্পর্ক রেখে এটা টেকসই হবে না৷ এটা সবদলের সঙ্গে ইস্যুর ভিত্তিতে টেকসই রাখতে হবে৷''
ভারত বিরোধী রাজনীতি থেকে বিএনপি সরতে বাধ্য হচ্ছে, বলেন শুভ কিবরিয়া৷ অভিজ্ঞ এই সাংবাদিকের কথায়, ‘‘পরিবর্তিত বিশ্ব পরস্থিতির পরিপ্রেক্ষিতে শত্রু-মিত্রর জায়গাগুলো বদলে যাচ্ছে৷ দশ বছর আগে অ্যামেরিকার সঙ্গে পাকিস্তানের যে সম্পর্ক ছিল, আজকে সে সম্পর্ক উল্টে গেছে৷ আজকে বরং ভারত অ্যামেরিকার অনেক নিকটতম বন্ধু৷''
শুভ কিবরিয়ার মতে, খালেদা জিয়ার এই ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা শুধু ভারতের দিক থেকে নয়, বাংলাদেশের দিক থেকেও৷ বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী যে ভোটার গোষ্ঠী আছে, তাদের মন জয়ের চেষ্টা করছে ভারত৷ কেননা, এতে করে বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি টেকসই সম্পর্ক তৈরি সম্ভব হবে৷ একইভাবে বাংলাদেশের উন্নয়নেও ভারতকে প্রয়োজন, যা বুঝতে পেরেছেন খালেদা জিয়া৷ ফলে সফরকালে শুধু ভারতের সরকারি দলই নয়, বিরোধী দলের নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করছেন তিনি, জানান শুভ কিবরিয়া৷
সাক্ষাৎকার: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: জাহিদুল হক