1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তসলিমা নাসরিন

২৮ নভেম্বর ২০১৫

বলিউড তারকা আমির খানের পাশে দাঁড়িয়েছেন তসলিমা নাসরীন৷ তবে পাশে দাঁড়াতে গিয়ে তসলিমা বলেছেন, ‘আমিরের জন্য ভারতই সবচেয়ে নিরাপদ৷' কয়েকদিন আগেই ভারত সম্পর্কে কিন্তু অন্যরকম কথা বলেছিলেন তসলিমা!

https://p.dw.com/p/1HDeJ
Taslima Nasrin
ছবি: AFP/Getty Images

গত অক্টোবরেই বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরীন বলেছিলেন, ‘‘হিন্দু সৌদি আরব হতে চলেছে ভারত৷'' পাকিস্তানের গজল শিল্পী গুলাম আলী হিন্দু মৌলবাদীদের দল শিবসেনার বিরোধিতার কারণে ভারতে আসতে না পারায় এমন মন্তব্য করেছিলেন তসলিমা৷

তারপর থেকে পরিস্থিতির উন্নতি হয়েছে মনে করার মতো কিছুই ঘটেনি৷ বরং ‘ভারতে অসহিষ্ণুতা বাড়ছে' – এই কথা বলেই বিজেপিপন্থিদের তোপের মুখে পড়েছেন শাহরুখ খান৷ কয়েকজন কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের মৌলবাদী রাজনীতিবিদ ‘বলিউডের কিং খান'-কে ‘পাকিস্তানপন্থি'র অপবাদ দিয়ে তাঁকে পাকিস্তানে চলে যেতে বলার মতো ধৃষ্টতাও দেখিয়েছেন৷

এবার আমির খানও পড়েছেন মৌলবাদীদের রোষানলে৷ তাঁর অপরাধ, তিনি শাহরুখের বক্তব্যকে সমর্থন করে বলেছেন, ভারতে সত্যিই অসহিষ্ণুতা বেড়েছে এবং এ কারণে তাঁর স্ত্রী কিরণ রাও আজকাল বিদেশে পাড়ি জমানোর কথাও বলছেন৷ বিজেপি এবং বিজেপির প্রতি সহানুভূতিশীলরা তাঁর ওপরও মহাখাপ্পা৷ শুরু হয়ে গেছে আমিরকে দেশদ্রোহী প্রমাণের চেষ্টা৷ এমন সময়েই বলিউড সুপারস্টারের পাশে দাঁড়িয়েছেন তসলিমা৷ কিন্তু আমিরকে সমর্থন জানাতে গিয়ে যে কথা বলেছেন, তাতে নিশ্চয়ই অবাক হয়েছেন অনেকে৷ এই নভেম্বরে যাঁদের তসলিমার অক্টোবরের মন্তব্য মনে আছে, তাঁদের তো অবাক হওয়াই স্বাভাবিক৷ তসলিমা এখন বলছেন, ‘‘আমির খানের মতো মানুষদের জন্য ভারতই সবচেয়ে নিরাপদ জায়গা৷''

তসলিমার ভাষায়, ‘‘আমির খানের মতো সেলিব্রিটিদের জন্য ভারতই সবচেয়ে নিরাপদ জায়গা৷ অসহিষ্ণুতা কম-বেশি বিশ্বের সব জায়গাতেই রয়েছে৷ তবে আমিরের মতো মানুষদের জন্য ভারতই হলো সবচেয়ে নিরাপদ জায়গা৷'' কয়েকদিন আগে বললেন, ভারত হিন্দু সৌদি আরব হতে চলেছে৷ এখন বলছেন, আমির খানের মতো জন্য ভারতই সবচেয়ে নিরাপদ৷ ব্যাপারটা কী? এই কয়েকদিনে ভারত বদলে গেল? নাকি তসলিমা নাসরিন....?

আশীষ চক্রবর্ত্তী

সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য