1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় হঠাৎ ভূমিকম্প

২২ মে ২০১৪

বঙ্গোপসাগরে মাঝারি মাত্রার ভূমিকম্পে বুধবার রাতে বাংলাদেশ ও ভারতের বেশ কিছু জায়গা কেঁপে উঠেছিল৷ ব্লগাররা নিজের এলাকা থেকে তাৎক্ষণিক যে সমস্ত প্রতিক্রিয়া জানিয়েছিলেন সেসব নিয়েই আজকের ব্লগওয়াচ৷

https://p.dw.com/p/1C4aZ
Seismograph
ছবি: picture-alliance/dpa

সামহয়্যার ইন ব্লগে দারুণ এস. এম. ওমর হাবিব শুধু লিখেছেন, এইমাত্র ভূমিকম্প হয়ে গেল৷ এক বাক্যের এই পোস্টের শিরোনাম, ‘ঢাকায় ভূমিকম্প!'

সুকান্ত কুমার সাহা একই ব্লগে ঢাকার ভূমিকম্পের কিছুটা বর্ণনাও দিয়েছেন৷ তিনি লিখেছেন , ‘‘এক ধাক্কা ভুমিকম্প হয়ে গেল আজ রাত ১০.২৪ মিনিটে, ঢাকায়৷ শুয়ে আছি, মনে হইলো কে যেন ধাক্কা মারছে৷ কিন্তু পাশে তো কেউ নাই! আর ভূতও তো ঢাকা থেকে সেই কবেই পালিয়েছে৷ তাই বের হয়ে দিলাম এক ছুট, সরাসরি ছাদে...৷ পাশের ফ্ল্যাটের সবাই নীচের দিকে দৌড়াচ্ছে দেখে বললাম, কই যান? গেটের চাবি নিছেন? শুনে তারা সবাই আমার পিছনে পিছনে ছাদে৷ বললাম, বিল্ডিং ভেঙে পড়লে কেঊ আমাদের বাঁচাতে আসবে না৷ তাই আসুন ছাদে সবাই ভূমিকম্প এনজয় করি, আর আমরা সবার ঘাড়ে পড়ার জন্য রেডি হই!!!''

Symbolbild Erdbeben
‘বিল্ডিং ভেঙে পড়লে কেঊ আমাদের বাঁচাতে আসবে না’ছবি: AP

নিজের ভূবনে প্রচলিত ভাষায় রসিকতা করে আতঙ্কের এই মুহূর্তগুলার বর্ণনা করলেও, রাজধানীতে পরিকল্পনাহীনবাবে ঝুঁকিপূর্ণ গৃহনির্মাণ এবং দেশে দুর্যোগ ব্যবস্থাপনা এবং উদ্ধার কাজে নানান সীমাবদ্ধতা এবং সমস্যার প্রতি ইঙ্গিত করতে কিন্তু ভোলেননি সামহয়্যার ইনের এই ব্লগার৷

ভূমিকম্প ঢাকার বাইরেও হয়েছে৷ ব্রেকিং নিউজ পরিবেশনের কায়দায় বগুড়ার খবর জানিয়েছেন সমীর কুমার ঘোষ৷ ভূমিকম্প টের পাওয়া মাত্রই তিনি লিখেছেন, ‘‘এইমাত্র উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়াতে মোটামুটি বড় ভূমিকম্প হয়ে গেল৷ স্থায়ী প্রায় ৫/৬ সেকেন্ড!''

সামহয়্যার ইন ব্লগেই ব্লগার রাজু লিখেছেন, ‘‘হটাৎ কম্পিউটারের মনিটর নড়তে থাকে, আমি তো অবাক হয়ে গেলাম, সেই সাথে পায়ের নীচে ফ্লোর ও নড়তে থাকে৷ প্রথমে ভাবলাম, দুপুরে ঘুমাইনি, তাই হয়ত মাথা ঘুরছে৷

কিন্তু না, সত্যি সত্যি ভূমিকম্প হয়ে গেল! কী আশ্চর্য!! কী সাংঘাতিক!!''

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

প্রতিবেদন: দেবারতি গুহ