ভবিষ্যতের সিদ্ধান্ত নিচ্ছে জার্মানি
দেশজুড়ে ভোট দিচ্ছেন জার্মানরা৷ শুধু প্রার্থী নির্বাচন নয়, পরবর্তী চার বছরের জন্য কারা চালাবে দেশ, কোন পথে যাবে জার্মান নীতি, তাও নির্ধারিত হচ্ছে আজ৷ এক নজরে দেখে নিন ভোটের চিত্র৷
আঙ্গেলা ম্যার্কেল
বার্লিনের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন বর্তমান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ ধরেই নেয়া যায়, খ্রিষ্টীয় গণতন্ত্রী দল – সিডিইউ-এর এই নেতা ভোটটা নিজেকেই দিয়েছেন৷
মার্টিন শুলৎস
ম্যার্কেলের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে সামাজিক গণতন্ত্রী দল – এসপিডি-র নেতা মার্টিন শুলৎসকে৷ বর্তমান সরকারে সিডিইউ-এসপিডি জোটে থাকলেও নির্বাচনে কোন ছাড় নেই৷ স্ত্রী ইঙ্গেকে নিয়ে আখেনের পাশে ভ্যুরসেলেনে ভোট দিয়েছেন শুলৎস৷
চেম ও্যজদেমির
গ্রিন পার্টি বা সবুজ দলের নেতা চেম ও্যজদেমির ভোট দিয়েছেন বার্লিনে৷ পর্যাপ্ত ভোট পেলে জোট সরকার গঠনের আলোচনায় অংশ নেয়ার সম্ভাবনা থাকছে ও্যজদেমিরের দলের৷
বার্লিনে ভোটারদের সারি
এমন চিত্র খুব একটা দেখা যায় না জার্মান নির্বাচনে৷ তবে দিনের শুরুর অংশে এমন দীর্ঘ সারিতে দাঁড়িয়েই ভোট দিয়েছেন জার্মানরা৷ তবে দুপুরের দিকে একেবারেই কমে যায় ভোটারদের আনাগোনা৷
অভিবাসী জার্মান ভোটার
মাথায় স্কার্ফ পড়া এক নারী ভোট দিচ্ছেন বার্লিনের ক্রয়েসবার্গের একটি কেন্দ্রে৷ জার্মানিতে প্রতি দশ জন ভোটারের একজন অভিবাসী পরিবার থেকে আসা৷ অর্থাৎ তাঁরা অথবা তাঁদের বাবা-মায়ের জন্ম জার্মানির বাইরে৷
বহুসংস্কৃতির জার্মানি
বার্লিনে ভোট দেয়ার পর ডয়চে ভেলের সাথে কথা বলছে বাংলাদেশি বংশোদ্ভূত এক জার্মান পরিবার৷ জার্মান পার্লামেন্টে ৬৩১ জন প্রতিনিধির ৩৭ জনই নিজেরা অভিবাসী অথবা অভিবাসী পরিবারের সন্তান৷
ক্লোয়ে লিনেহাম/এডিকে
কেমন হতে যাচ্ছে আগামী ফেডারেল সরকার? মতামত লিখুন নীচের ঘরে৷