1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্য়াংককের হোটেল থেকে ছয় পর্যটকের দেহ উদ্ধার

১৭ জুলাই ২০২৪

বিষক্রিয়ায় মৃত্য়ু হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। মৃতদের মধ্য়ে চারজন ভিয়েতনামের, দুই জন অ্যামেরিকার।

https://p.dw.com/p/4iOBT
থাইল্য়ান্ডের গ্র্য়ান্ড হায়াতে খুন
এই হোটেল থেকেই দেহ উদ্ধারছবি: Chalinee Thirasupa/REUTERS

ব্য়াংককের গ্রান্ড হায়াত ইরায়ান হোটেল থেকে ছয় পর্যটকের মৃতদেহ উদ্ধার। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিষক্রিয়ায় মৃত্য়ু হয়েছে তাদের। যারা মারা গেছেন, তারা সকলেই জন্মসূত্রে ভিয়েতনামের। চারজন ভিয়েতনামের নাগরিক, দুইজনভিয়েতনামের বংশোদ্ভূত মার্কিন নাগরিক।

পাঁচটি দেহ ঘরের ভিতর পাওয়া গেছে। একটি দেহ ঘরের বাইরে ছিল। পুলিশ জানিয়েছে, ফরেন্সিক পরীক্ষার প্রাথমিক রিপোর্ট বলছে, ধস্তাধস্তির কোনো ঘটনা ঘটেনি। তবে প্রত্য়েকেরই দেহে বিষ পাওয়া গেছে।

বিকেলে ঘটনাস্থলে গেছিলেন থাইল্য়ান্ডের প্রধানমন্ত্রী। কিন্তু তিনি কোনো মন্তব্য় করেননি। পুলিশ জানিয়েছে, হোটেলের কর্মীদের কাছ থেকে ফোন পাওয়ার পরেই তারা ঘটনাস্থলে যান এবং মৃতদেহগুলি উদ্ধার করেন। মৃতদের সকলেরই মঙ্গলবার চেক আউট করার কথা ছিল, এবং তাদের ব্য়াগ গোছানো ছিল। ঘরে খাবারও মিলেছে। রুম সার্ভিসে ফোন করে ওই খাবার আনানো হয়েছিল বলে জানা গেছে। কিন্তু খাবার খাওয়া হয়নি।

পুলিশের প্রাথমিক অনুমান, এটি আত্মহত্য়ার ঘটনা নয়। বিষ দিয়ে ছয়জনকে হত্য়া করা হয়েছে। ওই দলের সঙ্গে আরও এক সদস্য় যুক্ত বলে মনে করা হচ্ছে। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে।

গ্র্য়ান্ড হায়াত বিখ্য়াত হোটেল। বহু পর্যটক এই হোটেলে ওঠেন। এই ঘটনার প্রভাব যাতে পর্যটনে না পড়ে, তার দিকে কড়া দৃষ্টি রেখেছে থাই সরকার। প্রধানমন্ত্রী সমস্ত এজেন্সিকে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।

দুই কোটি ৮০ লাখ বিদেশি পর্যটক গত বছর থাইল্য়ান্ডে বেড়াতে গেছেন। সব মিলিয়ে তারা কয়েক ট্রিলিয়ন বাট (থাই মুদ্রা) খরচ করেছেন। পর্যটন থাইল্য়ান্ডের অন্য়তম গুরুত্বপূর্ণ শিল্প। এই ঘটনা সেই ব্য়বসায় যাতে প্রভাব না ফেলে, তা নিয়ে সতর্ক থাই সরকার।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)