1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘দ্য বব্স’ অ্যাওয়ার্ড শুরু

আরাফাতুল ইসলাম৬ ফেব্রুয়ারি ২০১৩

ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতা হিসেবে পরিচিত ‘দ্য বব্স’-এর নবম সংস্করণে যোগ হয়েছে আরো তিনটি ভাষা, পুরস্কারের পরিধি বেড়েছে৷ প্রতিযোগিতার ওয়েবসাইটেও এসেছে পরিবর্তন৷

https://p.dw.com/p/17Yps
Logo der Bobs DW/Auslandsmarketing Bei der Verschlagwortung bitte "thebobs13" mit eingeben, bzw Thebobs 2013

৬ ফেব্রুয়ারি থেকে এই প্রতিযোগিতার মনোনয়ন জমা নেওয়া শুরু হয়েছে৷ আর আগামী ৬ মার্চ পর্যন্ত গোটা বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীরা তাঁদের কাঙ্খিত প্রার্থীকে ‘দ্য বব্স' পুরস্কারের জন্য মনোনয়ন দিতে পারবেন৷ এ জন্য ভিজিট করুন www.thebobs.com/bengali ঠিকানা৷ এই বছর প্রথমবারের মতো প্রতিযোগিতায় যুক্ত হচ্ছে হিন্দি, তুর্কি এবং ইউক্রেনীয় ভাষা৷ এবার মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের জন্যও আলাদা পুরস্কার থাকছে৷ এই বিভাগটির মূল ইংরেজি নামটি হচ্ছে ‘বেস্ট পারসন টু ফলো', বাংলায় যাকে আমরা বলছি ‘সেরা অনুসরণযোগ্য'৷

Logo der Bobs DW/Auslandsmarketing Bei der Verschlagwortung bitte "thebobs13" mit eingeben, bzw Thebobs 2013
চলতি বছর দ্য বব্স প্রতিযোগিতার নামে পরিবর্তন আনা হয়েছে৷ ডয়চে ভেলে আয়োজিত এই আসরকে এখন বলা হচ্ছে ‘দ্য বব্স: সেরা সোশ্যাল অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ড'

‘দ্য বব্স' বিজয়ী নির্ধারণের নিয়মনীতি আগের মতোই থাকছে৷ ১৫ সদস্যের আন্তর্জাতিক জুরি ৬টি মিশ্র বিভাগে জুরি অ্যাওয়ার্ড বিজয়ী নির্ধারণ করবেন৷ পাশাপাশি ইন্টারনেট ব্যবহারকারীরা ভোটের মাধ্যমে ভাষাভিত্তিক ২৮টি এবং ৬টি মিশ্র বিভাগে ‘ইউজার প্রাইজ' বিজয়ী নির্ধারণ করবেন৷ আগামী ১৮ জুন, জার্মানির বন শহরে অনুষ্ঠেয় গ্লোবাল মিডিয়া ফোরামে একটি অনুষ্ঠানের মাধ্যমে জুরি অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে৷

এখানে বলা প্রয়োজন, ২০১২ সালে মোট তিন হাজার মনোনয়ন জমা পড়েছিল৷ আর এ সব মনোনয়ন থেকে বাছাইকৃত বিভিন্ন উদ্যোগে ইন্টারনেটে ভোট দিয়েছেন ৬০ হাজারের বেশি মানুষ৷

উল্লেখ্য, চলতি বছর দ্য বব্স প্রতিযোগিতার নামে পরিবর্তন আনা হয়েছে৷ ডয়চে ভেলে আয়োজিত এই আসরকে এখন বলা হচ্ছে ‘দ্য বব্স: সেরা সোশ্যাল অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ড'৷ নামের এই পরিবর্তনের মূল কারণ হচ্ছে, শুধু ব্লগ নয়, দ্য বব্স খুঁজে বের করবে শ্রেষ্ঠ ‘অনলাইন অ্যাক্টিভিজম', সেটি হতে পারে কোনো ব্লগ বা মাইক্রোব্লগ, কোনো ফেসবুক পাতা, হতে পারে কোনো টুইটার প্রোফাইল কিংবা ডিজিটাল মিডিয়া ব্যবহার করে পরিচালিত সক্রিয় কোনো উদ্যোগ৷

যোগাযোগ: www.thebobs.com/bengali

dw.de/presse

যে কোনো জিজ্ঞাসা: গাব্রিয়েল গনসালেস
ফোন: +49228 429 2684
ই-মেল: gabriel.gonzalez@dw.de
facebook.com/dw.thebobs
twitter.com/DW_thebobs