1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাহ্মণবাড়িয়ায় জানাজায় জনস্রোত

১৮ এপ্রিল ২০২০

সরকারের নির্দেশনা উপেক্ষা করে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় কয়েক হাজার মানুষ একটি জানাজায় অংশ নিয়েছেন৷ এ বিষয়ে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করেছে স্থানীয় পুলিশ প্রশাসন৷

https://p.dw.com/p/3b6Tv
ছবি: Ujjal chakraborty

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খেলাফত মজলিশ নেতা মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় এই ঘটনা ঘটেছে৷ বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের তথ্য অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের মার্কাস পাড়ায় নিজের বাসায় তিনি মারা যান৷ শনিবার সকাল ১০টায় সরাইলের জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসায় তার জানাজা হয়৷ সেখানে হাজারো মানুষের জমায়েত ঘটে৷ মানুষের ভিড় মাদ্রাসার সীমানা ছাড়িয়ে ঢাকা-সিলেট মহাসড়কেও পৌঁছায়৷ এই সময় পুলিশ কোনো ভূমিকা পালন করেনি বলে উল্লেখ করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

এই বিষয়ে সংবাদধ্যমটির কাছে সরাইল থানার ওসি মো. শাহাদাৎ হোসেন টিটু বলেন, ‘‘ব্রাহ্মণবাড়িয়া শহর ছাড়াও ঢাকা থেকে লোকজন এসেছে৷ আমরা চিন্তাও করতে পারিনি যে এত লোক হবে৷ লোকজন আসতে শুরু করার পর আমাদের আর কিছু করার ছিল না৷’’

উল্লেখ্য গোটা বাংলাদেশকেই করোনা সংক্রমণে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর৷ অতি জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বের হতে নিষেধ করা হয়েছে৷ করোনার বিস্তার ঠেকাতে আগেই ব্রাহ্মণবাড়িয়া জেলাকে অবরুদ্ধ ঘোষণাও করা হয়েছিল৷ তার মধ্যে কিভাবে জানাজায় এত মানুষের জমায়েত হয়েছে সে বিষয়ে প্রশ্ন উঠেছে৷

এফএস/জেডএ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

১৬ এপ্রিলের ছবিঘর দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য