ব্রহ্মপুত্র নদের দ্বীপটি হারিয়ে যাচ্ছে
ব্রহ্মপুত্র নদের মধ্যে একটি দ্বীপ মাজুলী৷ ভারতের আসাম রাজ্যের এই দ্বীপটি বিশ্বের অন্যতম বড় ‘নদী-দ্বীপ’৷ কিন্তু এটা হারিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে৷
বিশ্বের অন্যতম বড় নদী-দ্বীপ
ভারতের আসাম রাজ্যে ব্রহ্মপুত্র নদের মাঝে অবস্থিত মাজুলী বিশ্বের অন্যতম বড় ‘নদী-দ্বীপ’৷ কিন্তু ভূমিক্ষয়ের কারণে মাজুলীর আয়তন দিন দিন ছোট হয়ে আসছে৷
সমৃদ্ধ সংস্কৃতি
মাজুলী দ্বীপটি নিও-বৈষ্ণব সংস্কৃতি সমৃদ্ধ৷ সেখানে এই সম্প্রদায়ের অনেকগুলো আশ্রম রয়েছে৷ প্রায় এক লক্ষ ৭০ হাজার মানুষের বাস এই নদী-দ্বীপটিতে৷
ছোট হয়ে আসছে মাজুলী
মাজুলী দ্বীপটির আকার একসময় ছিল প্রায় সাড়ে ১২শ’ বর্গকিলোমিটার৷ কিন্তু দিন যত যাচ্ছে দ্বীপের আকার তত কমছে৷ বর্তমানে এটি তার আগের আয়তনের এক-তৃতীয়াংশ হয়ে গেছে৷
সরিয়ে নিতে হয়েছে
একসময় মাজুলীতে ৬৫টি আশ্রম ছিল৷ কিন্তু দ্বীপের আয়তন কমে যাওয়ায় ২৮টি আশ্রম ইতিমধ্যে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে৷
ইতিহাস পাল্টে দেয়া ভূমিকম্প
সবকিছু ঠিকঠাক মতোই চলছিল৷ কিন্তু ১৯৫০ সালের ভূমিকম্পটি সব পাল্টে দিয়েছে বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা৷ সেই সময়ের ৮.৯ মাত্রার ভূমিকম্পের কারণে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তিত হওয়ায় দ্বীপটির চারপাশের ভূমি ক্ষয়ে যাচ্ছে৷
বছর বছর বন্যা
প্রায় প্রতি বর্ষা মরসুমেই মাজুলীতে বন্যা হয়৷ এতে বহু প্রাণ ও সম্পদের ক্ষতি হয়ে থাকে৷ ফলে সেখানকার অনেক বাসিন্দাই এখন মূল ভূখণ্ডে পাড়ি জমাচ্ছেন৷
নিষ্ক্রিয় সরকার
মাজুলীর স্থানীয় বাসিন্দারা অনেক দিন ধরে বাঁধ নির্মাণের দাবি জানালেও সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হচ্ছে না৷ এছাড়া দ্বীপটির বাসিন্দাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেয়ার বিষয়েও সরকার ধীরে চলো নীতি অনুসরণ করছে বলে অভিযোগ রয়েছে৷