1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রডব্যান্ড ইন্টারনেটে পিছিয়ে গ্রামীণ জার্মানি

১০ নভেম্বর ২০২১

এফটিটিএইচ কাউন্সিল ইউরোপ সংস্থার হিসেবে ২০২০ সালে জার্মানির গ্রামাঞ্চলের ৯.৮ শতাংশ এলাকা ফাইবার অপটিক কেবল দিয়ে সংযোগ করা ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার আওতায় ছিল৷

https://p.dw.com/p/42p98
Verlegung von Glasfaserkabel
ছবি: Matthias Rietschel/dpa/picture alliance

এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে স্পেন৷ সে দেশের গ্রামাঞ্চলের ৬০.৫ শতাংশ এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে গেছে৷

জার্মানি ও স্পেনসহ মোট ১০টি দেশের পরিসংখ্যান প্রকাশ করেছে এফটিটিএইচ কাউন্সিল ইউরোপ৷ বাকি দেশগুলো হচ্ছে ফ্রান্স, ইটালি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, সুইডেন ও যু্ক্তরাজ্য৷ এর মধ্যে জার্মানির অবস্থান একেবারে তলানিতে৷

এফটিটিএইচ কাউন্সিল ইউরোপের আরেক পরিসংখ্যান বলছে, যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের ৪৫ শতাংশ এলাকায় ব্রডব্যান্ড সেবা পৌঁছেছে৷ তবে গ্রামে বাস করা মাত্র ২২ শতাংশ মানুষ গতবছর এই সেবা পেয়েছেন৷

ঐ সংস্থার হিসেবে গতবছর পর্যন্ত জার্মানির অন্তত ৬০ লাখ বাড়ি দ্রুতগতির ফাইবার অপটিক নেটওয়ার্কের আওতায় এসেছে৷ অর্থাৎ তাদের কাছে প্রযুক্তিগত সুবিধা পৌঁছেছে৷ তবে সক্রিয় সাবস্ক্রাইবারের সংখ্যা ছিল ২০ লাখের কিছু বেশি৷ ২০২৬ সাল নাগাদ এই সংখ্যা বেড়ে আড়াই কোটি হতে পারে বলে মনে করছে এফটিটিএইচ কাউন্সিল ইউরোপ৷ ঐ সালের মধ্যে তিন কোটি ৪০ লাখ বাড়ি ফাইবার অপটিকের আওতায় চলে আসতে পারে৷

২০২৪ সালের মধ্যে এক কোটি বাড়িকে ব্রডব্যান্ডের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে ডয়চে টেলিকম৷ গ্রামীণ এলাকায় তাদের বিশেষ নজর থাকবে৷

বার্লিন থেকে ৩০ কিলোমিটার দূরে

সম্প্রতি জার্মানির রাজধানী বার্লিন থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরের পেটার্সহাগেন-এগার্সডর্ফ গ্রামের প্রায় সাত হাজার বাড়ি ব্রডব্যান্ডের অধীনে আনতে চুক্তি করেছে লন্ডনভিত্তিক কোম্পানি লিবার্টি গ্লোবাল৷ সংস্থার পরিচালক রবার্ট ডান ডয়চে ভেলেকে বলেন, দ্রুতগতির ইন্টারনেটের চাহিদা বাড়ছে৷ একটি পরিবারের কয়েকটি ডিভাইসে ইন্টারনেট ব্যবহৃত হচ্ছে৷ এছাড়া অগমেন্টেড রিয়েলিটির মতো বিষয়েও মানুষের আগ্রহ বাড়ছে৷

হার্ডি গ্রাউপনার/জেডএইচ