1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বোল্টন মুখ খুললে ট্রাম্পের গদি টলমল

৭ জানুয়ারি ২০২০

সাবেক মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সেনেটে ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট তদন্তে সাক্ষ্য দিতে চান৷ ফলে প্রেসিডেন্টের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে৷

https://p.dw.com/p/3Vo4A
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন
ছবি: Getty Images/A. Wong

ইরানের প্রতি ‘রণংদেহী' মনোভাব দেখিয়েও নিজের গদি সামলাতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷ দেশের সংকটের সময়ে ঐক্যের আশায় পানি ঢেলে প্রেসিডেন্টের বিরুদ্ধে রোষ কমছে না৷ সংসদের উচ্চ কক্ষ সেনেটেও ইমপিচমেন্ট তদন্তের প্রস্তুতি চলছে৷ তবে সেখানে ক্ষমতাসীন রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় আপাতত কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন ট্রাম্প৷

এরই মাঝে সোমবার প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন জানিয়েছেন, তলব করলে তিনি সেনেটে সাক্ষ্য দিতে প্রস্তুত৷ ইউক্রেনের উপর প্রেসিডেন্ট অনৈতিক চাপ সৃষ্টি করে ক্ষমতার অপব্যবহার করেছেন বলে যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে পারেন বোল্টন৷ কারণ তিনি সে সময়ে হোয়াইট হাউসে ক্ষমতাকেন্দ্রে সক্রিয় ছিলেন৷ বোল্টন গুরুত্বপূর্ণ কোনো তথ্যপ্রমাণ পেশ করলে প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকান দলের পক্ষে সেই ধাক্কা অগ্রাহ্য করা কঠিন হয়ে পড়বে৷ উল্লেখ্য, ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানি ইউক্রেনের সরকারের উপর যে চাপ সৃষ্টি করেছিলেন, বোল্টন তার চরম বিরোধিতা করেছিলেন বলে নিম্ন কক্ষের তদন্তের সময় একাধিক সাক্ষী দাবি করেছেন৷

ইউক্রেনের ঘটনাকে কেন্দ্র করে ট্রাম্প ও বোল্টনের তীব্র মতবিরোধ ইমপিচমেন্ট প্রক্রিয়ার গতিপ্রকৃতি বদলে দিতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছেন৷ নিম্ন কক্ষের তদন্তের সময় বোল্টন অংশ নিতে অস্বীকার করেছিলেন৷ ট্রাম্প প্রশাসন তথ্যপ্রমাণ ও সাক্ষ্য আড়াল করতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন৷ কিন্তু সেই মামলায় সরকারের পরাজয়ের পর বোল্টন সাক্ষী হিসেবে এগিয়ে এসেছেন৷

বিরোধী ডেমোক্র্যাট দল বোল্টনের এই ঘোষণার ফলে নড়েচড়ে বসেছে৷ সেনেটের তদন্ত প্রক্রিয়ায় তাঁরা ট্রাম্প প্রশাসনের তিনজন সক্রিয় কর্মকর্তাকেও তলব করার উদ্যোগ নিচ্ছে৷ সেনেটে ডেমোক্র্যাটিক দলের নেতা চাক শুমার বলেন, রিপাবলিকান দলের সদস্যরা এই চার ব্যক্তিকে তলব করার পথে বাধা সৃষ্টি করলে স্পষ্ট হয়ে যাবে যে তাঁরা গোটা ঘটনা ধামাচাপা দেবার চেষ্টা করছেন৷

রিপাবলিকান দল আগে থেকেই কিছুটা দায়সারা ভাবে ইমপিচমেন্ট তদন্তের কাজ শেষ করার তোড়জোড় করছে বলে অভিযোগ উঠেছে৷ কোনো সাক্ষী তলব করার বদলে শুধু নিম্ন কক্ষের তদন্তে জমা পড়া তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে সিদ্ধান্তে পৌঁছতে চায় তারা৷ সেনেটে রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাককনেল এমনই প্রস্তাব দিয়েছেন৷ পরে সাক্ষী তলব করার বিষয়ে সিদ্ধান্ত নিতে চান তিনি৷

সেনেটে রিপাবলিকান দলের মাত্র চার জন সদস্য দলের বিরুদ্ধে গিয়ে সাক্ষী তলব করতে রাজি হলে প্রেসিডেন্ট ট্রাম্প সংকটে পড়তে পারেন৷ সে ক্ষেত্রে ইমপিচমেন্ট প্রক্রিয়ার শেষে ট্রাম্পকে সত্যি ক্ষমতাচ্যুত করা হতে পারে৷

এসবি/কেএম (রয়টার্স, এপি)