1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বেসামরিক ব্যক্তিদেরও রাষ্ট্রদ্রোহের বিচার হতে পারে’

২৫ জানুয়ারি ২০১২

ব্যর্থ সেনা অভ্যুত্থানের চেষ্টায় বেসামরিক কেউ জড়িত থেকে থাকলে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাদের বিচার করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ৷

https://p.dw.com/p/13naf
Barrister Shafiq Ahmed is the Law minister of Bangladesh Government
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদছবি: Samir Kumar Dey

আর সরকারের ব্যর্থতার কারণেই সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ৷

বৃহস্পতিবার সেনা সদর দফতরের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমান সরকারকে উৎখাতের একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে সেনাবাহিনী৷ সাবেক ও বর্তমান কিছু সেনাসদস্য এই অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িত৷ এর মধ্যে তিনজনের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পেয়েছে সেনাবাহিনী৷

এই ব্যর্থ সেনা অভ্যুত্থানের চেষ্টায় বেসামরিক কেউ জড়িত থেকে থাকলে তদন্ত করে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাদের বিচার করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ৷

শনিবার সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সমপর্যায়ের কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন৷

আইনমন্ত্রী বলেন, এর সঙ্গে বেসামরিক লোক জড়িত আছে কিনা তাদের ব্যাপারে তদন্ত করে রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিচার করা হবে৷ এটি একটি অসাংবিধানিক কাজ৷ সংবিধানের ৫ম সংশোধনী বাতিল হওয়ার পর অবৈধভাবে ক্ষমতা দখল অসাংবিধানিক হয়েছে৷ তাই এ ধরণের অভ্যুত্থান অসাংবিধানিক ও রাষ্ট্রদ্রোহের সামিল বলে মন্তব্য করেন তিনি৷

সরকারের ব্যর্থতার কারণেই সেনা অভ্যুথানের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ৷ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে মওদুদ বলেন, বিএনপি অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা গ্রহণে বিশ্বাস করে না৷

প্রসঙ্গত, ওই অভ্যুত্থান চেষ্টার মূল পরিকল্পনাকারী মেজর সৈয়দ জিয়াউল হককে খুঁজছে সেনাবাহিনী৷ ওই ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এহসান ইউসুফসহ দু'জনকে আটক করা হয়েছে৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য