1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

২৪ নভেম্বর ২০২১

বিভিন্ন কারখানার পোশাক শ্রমিকেরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বেতন বাড়ানোর দাবিতে ঢাকার মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন৷

https://p.dw.com/p/43Ojf
ফাইল ছবিছবি: Reuters/A. Biraj

বুধবার সকাল ১০টার দিকে পোশাক শ্রমিকেরা মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়৷ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বেতন বাড়ানোর দাবিতে স্লোগান দেয় বিক্ষোভকারীরা৷

কারখানা থেকে বের হয়ে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে শত শত পোশাক শ্রমিক জড়ো হন৷ একদল শ্রমিক সেখানে থাকা একটি ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করেন৷ তবে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি৷

বেলা ১১টার দিকে বেশির ভাগ পোশাক শ্রমিক মিছিল নিয়ে মিরপুর ১৪ নম্বরের দিকে যান৷ আজ শ্রমিকদের কেউ আর কাজে ফেরত যাননি৷ ওই এলাকার পোশাক কারখানাগুলো বন্ধ৷ পরে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়৷

পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ করার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন মিরপুর বিভাগীয় উপকমিশনার আ স ম মাহতাব উদ্দীন৷

এনএস/কেএম (দৈনিক প্রথম আলো)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য