1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিহারে ছট পুজোয় জলে ডুবে মৃত ৫৩

২ নভেম্বর ২০২২

গত কয়েকদিনে বিহার জুড়ে ছট পুজো করতে গিয়ে জলে ডুবে মারা গেছেন ৫৩ জন।

https://p.dw.com/p/4IwcJ
এভাবেই নদী বা জলাশয়ে ছট পুজো হয়। ভিড় বলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। ফাইল ছবি।
এভাবেই নদী বা জলাশয়ে ছট পুজো হয়। ফাইল ছবি। ছবি: Anushree Fadnavis/REUTERS

বিপর্যয় মোকাবিলার সঙ্গে যুক্ত এক কর্মকর্তা জানিয়েছেন, বিহারের বিভিন্ন জায়গা থেকে জলে ডুবে মৃত্যুর খবর এসেছে. আসলে নদী বা জলাশয়ে জলের মধ্যে দাঁড়িয়ে ছট পুজো করতে হয়। আর নদী বা জলাশয়ে সেসময় প্রচণ্ড ভিড় হয়। পা রাখারও জায়গা থাকে না। এই অবস্থায় ছট করতে গিয়েই রাজধানী পাটনা-সহ বিভিন্ন জায়গায় এই বিপর্যয় হয়েছে।

পূর্নিয়া জেলায় গত ৩০ অক্টোবর পাঁচজন মারা গেছেন। পাটনা, মুজাফফরপুর, সমস্তিপুর ও সহর্ষে তিনজন করে মারা গেছেন। এছাড়া গয়া, বেগুসরাই, কাটিহার বক্সার, সীতামারি, বাঁকা-সহ অন্য জেলাগুলিতে একজন করে মারা গেছেন।

বিপর্যয় মোকাবিলার সঙ্গে জড়িত ওই কর্মকর্তা জানিয়েছেন, ৩১ অক্টোবর অন্ততপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের চিহ্নিতকরণের কাজ চলছে।

মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছেন, মৃতের পরিবারকে চার লাখ টাকা করে এককালীন সাহায্য দেয়া হবে। দ্রুত ওই অর্থ পরিবারের কাছে পৌঁছে দেয়ার জন্য তিনি জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন।

জিএইচ/এসজি (পিটিআই)