1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপের প্রস্তুতি পর্ব শেষ, এবার আসল খেলার অপেক্ষা

১৬ ফেব্রুয়ারি ২০১১

বিশ্বকাপের প্রাক্কালে সুপারস্টার ব্যাটসম্যান শচীন তেন্ডুলকরকে ঘিরে আশা এখন তুঙ্গে৷ আপাতত নিউজিল্যান্ডের সঙ্গে শেষ প্রস্তুতি ম্যাচে বুধবার ভারতের ব্যাটিং লাইন সামলাচ্ছেন শচীন৷

https://p.dw.com/p/10Hok

চেন্নাইয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচ শুরুর আগে মঙ্গলবার ভারত তাদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মোকাবিলা করছে নিউজিল্যান্ডের৷ শনিবার বিশ্বকাপে শুরু হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকায় এবং প্রথম খেলাটি হচ্ছে ভারত-বাংলাদেশের মধ্যে৷ বিশ্বকাপের তিনটি আয়োজক দেশ বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা৷ জনপ্রিয় দলগুলো তাদের প্রস্তুতি পর্ব শেষ করেছে মঙ্গলবারেই৷ এতে শ্রীলঙ্কা সহজেই হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে৷ দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয়েছে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান হারিয়েছে বাংলাদেশকে৷

বিশ্বকাপের প্রাক্কালে ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেছেন, ‘‘আমরা খুব ভালো অবস্থানে আছি৷ যা আমি সব সময়েই বলে আসছি, তা হচ্ছে আমি কারো সাথে কারো তুলনাতে বিশ্বাস করি না, আমাদের দলে নানা রকমের খেলোয়াড় রয়েছেন যারা খুবই ভালো৷''

এদিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল – আইসিসি বিশ্বকাপ চলাকালে দুর্নীতি দমনের লক্ষ্যে দলীয় কর্মকর্তাদের জন্যে টুইটার পোস্ট নিষিদ্ধ করেছেন৷ সম্প্রতি পাতানো খেলা কেলেঙ্কারিতে পাকিস্তান জড়িয়ে পড়ার ঘটনার পরে ম্যাচ চলাকালে খেলোয়াড়দের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল৷ আর এবার কর্মকর্তাদের জন্যে নিষিদ্ধ করা হলো টুইটার৷ আইসিসি-র মুখপাত্র জেমস ফিট্সজেরাল্ড এএফপি-কে বলেছেন, ‘‘সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে কোনো ধরণের দুর্নীতিই সহ্য করবে না আইসিসি৷''

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন