1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ ২০১০: নিশ্চিত নিরাপত্তায় নানা আয়োজন

সাগর সরওয়ার২৪ নভেম্বর ২০০৮

দক্ষিণ আফ্রিকায় ২০১০ সালে বিশ্বকাপ ফুটবলের আসর বসছে, তা তো সকলেরই জানা৷ বিশ্বকাপ আয়োজনের সব বিষয় খুঁটিয়ে দেখতেই জোহানেসবার্গে শুরু হয়েছে গ্লোবাল ফুটবল কনভেনশন৷

https://p.dw.com/p/G16i
বিশ্বকাপ ২০১০ এর জন্য প্রস্তুত হচ্ছে দক্ষিণ আফ্রিকাছবি: AP

সেখানে কেবল যে বিশ্বকাপ ফুটবল আয়োজনের বিষয়গুলো নিয়েই আলোচনা হচ্ছে তাই নয়, আলোচনায় স্থান পেয়েছে কি করে ফুটবল খেলার মান বৃদ্ধি করা যায়, উন্নত করা যায় ক্রীড়া শৈলী ইত্যাদি বিষয়৷ চলছে চুলচেরা বিশ্লেষণ৷ সোমবার শুরু হওয়া এই কনভেনশন চলবে বুধবার৷

আগামী বিশ্বকাপ ফুটবল আসরের নিরাপত্তার বিষয়টি কিভাবে নিশ্চিত করা যাবে এটাই সকলের মূল আলোচ্য বিষয়৷ এই আলোচনার সূত্র ধরেই দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপ ফুটবলের এই আয়োজনের সময় তাদের পুলিশ অফিসারের সংখ্যা বেড়ে যাবে৷ বর্তমানে সেখানে পুলিশ অফিসারের সংখ্যা ৫৫ হাজার৷ আর ঐ সময়ে এই সংখ্যা গিয়ে দাঁড়াবে ১ লাখ ৯০ হাজারে৷ নতুন নিয়োগের সকল কার্যক্রম শুরুও হয়ে গেছে৷ ইতিমধ্যে নিয়োগ পেয়েছেন ৪৪ হাজার পুলিশ, এদের মধ্যে মহিলা পুলিশও রয়েছেন৷ নতুন পুরানো সকল পুলিশ সদস্যকে দেয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ৷ এর পাশাপাশি চলছে নিরাপত্তা বলয় তৈরির নানা আয়োজন৷ বসানো হচ্ছে বিশেষ ধরনের ক্যামেরা৷ থাকবে হেলিকপ্টার এবং বিমান থেকে নজরদারির ব্যবস্থা৷ নিরাপত্তা কার্যক্রমে খরচ হচ্ছে ১০০ মিলিয়ন ইউরো৷

বিশ্বকাপের আয়োজনে দক্ষিণ আফ্রিকা সরকার স্টেডিয়ামগুলোর সংস্কার এবং নতুন স্টেডিয়াম তৈরির জন্য অতিরিক্ত প্রায় ১০৫ মিলিয়ন ইউরো অর্থ দেয়ার ঘোষণা দিয়েছে৷ সব কিছুর দাম বেড়ে যাবার কারণেই এই অতিরিক্ত বরাদ্দ!