1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ: ফ্রেন্ডলি এবং প্লে-অফ

১৮ নভেম্বর ২০০৯

ফ্রেন্ডলি’তে ব্রেজিল সাদামাটা, চিলি দারুণ আর জার্মানির আর একটু চটকদার হওয়া দরকার, বলছেন ম্যানেজার অলিভার বিয়ারহোফ৷ প্লে-অফে সুদানে মিশর আর আলজিরিয়ার ‘‘যুদ্ধে’’ দাঙ্গার আশঙ্কা আছে৷

https://p.dw.com/p/KZST
জার্মানিতে আলজিরিয়ার ফুটবল ফ্যানরাছবি: DW

মঙ্গলবার ব্রেজিল মুস্কাটে ওমানকে হারিয়েছে ২-০ গোলে, কিন্তু বিশেষ গা না লাগিয়ে৷ লাগাবেই বা কেন৷ বিগত ১৭টি ম্যাচে ব্রেজিল জিতেছে ১৪টিতে৷ এ’বছরেই ব্রেজিল ইটালিকে হারিয়েছে দু’বার, এছাড়া আর্জেন্টিনা, উরুগুয়ে এবং ইংল্যান্ডকে৷ দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ কোয়ালিফাইং গ্রুপের দশটি দেশের মধ্যে ব্রেজিল তালিকার শীর্ষে৷ কাকা বলছে, বছরটা ভালোই শেষ হল, কিছু কিছু খুঁটিনাটি হয়তো এখনও ঠিক করতে হবে, কিন্তু আগামী বছর বিশ্বকাপের আগে অনেক কিছু ঘটবে৷ একেই বলে সাবধানী ফরোয়ার্ড৷

ওদিকে জিলিনায় চিলি স্লোভাকিয়াকে একটি ফ্রেন্ডলিতে হারায় ২-১ গোলে৷ দুটি দেশই বিশ্বকাপের ফাইনালে৷ তবুও স্লোভাকিয়ার কোচ ভ্লাদিমির ওয়াইস চিলির খেলা দেখে মুগ্ধ৷ বলেছেন, ‘‘মাঝেমধ্যে মনে হচ্ছিল যেন বার্সেলোনার সঙ্গে খেলছি৷ ওরা বলের কাছেই ঘেঁষতে দেয় না৷’’ মঙ্গলবারের ম্যাচ দেখে পণ্ডিতরা বলছেন, চিলি দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপে চমক দিতে পারে৷

আজ বুধবার প্লে-অফের দিনে আবার জার্মানিতে একটি ফ্রেন্ডলি, আইভরি কোস্টের সঙ্গে৷ গেলজেনকির্শেনের স্টেডিয়ামে ৫৪,০০০ লোক ধরে, কিন্তু টিকিট বিক্রী হয়েছে কেবল অর্ধেক৷ জার্মান টিমের ম্যানেজার অলিভার বিয়ারহোফ বলছেন, জার্মান দলকে আরো চিত্তাকর্ষক খেলা খেলে ফ্যানদের মন কাড়তে হবে৷ ওদিকে জার্মান দল জাতীয় দলের গোলকীপার রবার্ট এনকে’র মৃত্যুর পর এই প্রথম খেলছে৷ প্লেয়াররা কালো আর্মব্যান্ড পরে থাকবে৷ গোলে থাকবে প্রথমে ভের্ডার ব্রেমেনের টিম ভিজে, দ্বিতীয়ার্ধে তার জায়গা নেবে শালকে’র মানুয়েল নয়ার৷ ক্যাপটেন মিশায়েল বালাকেরও হাঁটুর চোট, দলের দায়িত্ব নেবে ফিলিপ লাম৷

নয়তো বুধবার ফ্রান্সের আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্লে-অফ, স্বদেশে৷ কোচ রেমঁ দমিনিক বলছেন, প্লেয়ারদের আর নতুন করে প্রেরণা দেবার প্রয়োজন নেই, তারা সবাই এমনিতেই মুখিয়ে আছে৷ ক্যাপ্টেন থিয়েরি অঁরি’ও বলেছেন, ‘‘আমরা কোয়ালিফাই করার জন্য দু’বছর ধরে কষ্ট করছি৷’’ দেখা যাক, কষ্টের অবসান ঘটে কিনা৷ - গ্রীস যাচ্ছে তাদের রিটার্ন প্লে-অফে উক্রেইনে খেলতে৷ দলের জার্মান কোচ অটো রেহাগেল বলেছেন, ‘‘বিশেষ লড়াকু মনোভাব’’ দেখানো চাই৷ নয়তো ৭১ বছর বয়সী রেহাগেলের ফুটবলের সঙ্গে ৫০ বছরের, এবং গ্রীক দলের সঙ্গে আট বছরের সম্পর্কের এখানেই ইতি ঘটতে পারে৷ - পোর্তুগাল যাচ্ছে বসনিয়ার জেনিকায়, তাদের প্লে-অফে৷ তবে ডিফেন্ডার ব্রুনো আলভেস এবং মিডফিল্ডের তারকা ডেকো, দু’জনেই নাকি আবার ফিট৷ - বাকি থাকে সুদানের রাজধানীতে দুই পুরাতন বৈরী মিশর এবং আলজিরিয়ার ‘‘লড়াই’’, যেমন বলেছে মিশরের ডিফেন্ডার মাজিদ বুঘেরা৷ গত শনিবার কায়রোর ম্যাচে ঐ পরিমাণ গোলযোগের পর এবার খার্টুমের পথে থাকছে ১৫,০০০ পুলিশ৷ হ্যাঁ, একটি ফুটবল ম্যাচের জন্য৷ কেননা কায়রো এবং আলজিরিয়া থেকে হাজার হাজার ফ্যান আসছে বিমানযোগে৷

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী, সম্পাদনা: রিয়াজুল ইসলাম