1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ ফুটবলের স্টেডিয়ামগুলোর নিরাপত্তার অভাব

আবদুস সাত্তার১১ জানুয়ারি ২০০৬

জার্মানতে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হতে আর মাত্র পাঁচ মাস বাকি৷ আর এই সময়েই ধরা পড়লো যে বারোটি স্টেডিয়ামে বিশ্বকাপের খেলা অনুষ্ঠিত হবে সেগুলোর মধ্যে কয়েকটিতে যথেষ্ট নিরাপত্তার অভাব৷ একটি সমীক্ষার ফলাফল থেকে এই তথ্য জানা গেছে৷ এই পরিস্থিতিতে বিশ্বকাপ ফুটবলের স্টেডিয়ামগু

https://p.dw.com/p/DPap
ছবি: dpa - Report

�োর নিরাপত্তা নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক৷

দুই হাজার ছয় সালে জার্মানিতে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়েছে বারোটি স্টেডিয়াম৷ কিন্তু এগুলোর মধ্যে চারটিতে যথেষ্ট নিরাপত্তার অভাব ধরা পড়েছে এখন৷ এক সমীক্ষার ফলাফল থেকে এ কথা জানা গেছে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধনের মাত্র পাঁচ মাস আগে৷ সমীক্ষায় বিশেষভাবে মত প্রকাশ করা হয়েছে, এই স্টেডিয়ামগুলোতে যথেষ্ট অগ্নিসংযোগ প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করা হয় নি৷ গ্রহণ করা হয় নি কোন অপ্রীতিকর ঘটনায় দর্শকদের মাঝে আতংক সৃষ্টি হলে তার প্রতিরোধ ব্যবস্থাও৷

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী Wolfgang Schaeuble এবং জার্মানির বিশ্বকাপ সাংগঠনিক কমিটি এই হিস্টেরিয়ার বিরুদ্ধে সাবধানবানী উচ্চারণ করেছেন৷ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি জার্মান পূর্ত মন্ত্রণালয়, জার্মান সাংগঠনিক কমিটি , জার্মান রাজ্যগুলো এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে সমীক্ষার ফলাফল যৌথভাবে পরীক্ষা করবেন এবং স্টেডিয়ামগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন সুপারিশ কার্যে পরিণত করবেন৷

উল্লেখ্য যে, বিশ্বকাপের স্টেডিয়ামগুলো আধুনিকতম নির্মান-শৈলীতে নির্মিত এবং স্টেডিয়ামগুলো নিরাপত্তা পরীক্ষায় সফল হয়েছে খুব ভালভাবে৷

জার্মানির উত্তর রাইন ওয়েস্টফালিয়া রাজ্যের বেশ কয়েকটি শহরেও বিশ্বকাপের খেলা অনুষ্ঠিত হবে৷ তাই এই রাজ্য সরকারও সমীক্ষার ফলাফলে অপ্রয়োজনীয় উত্তেজনার বিরুদ্ধে সাবধান করে দেন৷ কারণ স্টেডিয়ামগুলো নির্মান করা হয়েছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন-ফিফা এর বিভিন্ন নিয়মকানুন, শর্ত অনুযায়ী৷ রাজ্যের পূর্তমন্ত্রী ওলিভার ভিটকে বলেন, তাঁর রাজ্যে যে স্টেডিয়ামগুলোতে বিশ্বকাপের খেলা হবে সেগুলো হল সর্বাধুনিক স্টেডিয়াম৷ তবে তিনি বলেন, সমীক্ষার ফলাফল পরীক্ষা করে দেখা হবে৷

সমীক্ষার ফলাফলে বিশ্বকাপের বারোটি স্টেডিয়ামের মধ্যে মিউনিখ, হানোফার, Nuernberg ও কোলনকে নিরাপত্তা ব্যবস্থার দিক দিয়ে যথেষ্ট সজ্জিত বলে উল্লেখ করা হয়েছে৷

বিশ্বকাপ সাংগঠনিক কমিটি সমীক্ষার ফলাফলের সমালোচনা করেছে৷ কমিটির প্রেসিডেন্ট ফ্রান্জ বেকেনবাওয়ার বলেন, সমীক্ষার প্রণেতারা নিজেদেরকে বেশি বিজ্ঞ বলে মনে করেন৷ কমিটির ভাইস -প্রেসিডেন্ট Horst R. Schmidt বলেন, আমরা আমাদের আগের বিবৃতি পরিবর্তন করব না - অর্থাত্ জার্মানির বিশ্বকাপ স্টেডিয়ামাগুলো নিরাপদ৷

সমীক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠানের Holger Brackemann বলেন, সমালোচনা ছাড়াও সমীক্ষার ফলাফলে বেশ কিছু ইতিবাচক দিকের কথাও উল্লেখ করা হয়েছে৷ এর অর্থ হল এই যে, আমরা আমাদের সমীক্ষায় কোন অস্বাআভাবিক অতি উচ্চ মানদন্ড নির্ধারণ করি নি৷