1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে জার্মানি-ফিনল্যান্ড ম্যাচ ৩-৩ গোলে ড্র

সঞ্জীব বর্মন১১ সেপ্টেম্বর ২০০৮

বুধবার হেলসিঙ্কিতে অনুষ্ঠিত ম্যাচে টান টান উত্তেজনার মধ্যে দুই দলই ৩টি করে গোল করেছে৷ জার্মান ফুটবলার মিরোস্লাভ ক্লোজ়ে একাই ৩টি গোল করেছেন৷

https://p.dw.com/p/FFmq
প্রথম গোলের পর ক্লোজ়েকে (ডানে) অভিনন্দন জানান পোডলস্কি (বামে)ছবি: AP

২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ ফুটবলের মূল পর্যায়ে পৌঁছনোর লড়াই ইতিমধ্যেই শুরু হয়ে গেছে৷ প্রতিটি মহাদেশের সেরা টিমগুলি চূড়ান্ত পর্যায়ে যাবার সুযোগ পাবে৷ গতকাল হেলসিঙ্কিতে জার্মানি ও ফিনল্যান্ডের খেলা ৩-৩ গোলে শেষ হয়েছে৷ জার্মানির হয়ে ৩টি গোলই করেছেন মিরোস্লাভ ক্লোজ়ে৷ এই ম্যাচের পর গ্রুপ ৪-এ ৪ পয়েন্ট পেয়ে জার্মানি রাশিয়া এবং ওয়েলস-এর তুলনায় এগিয়ে গেল৷ আগামী ১১ই অক্টোবর জার্মানির ডর্টমুন্ড শহরে জার্মানিকে রাশিয়ার মুখোমুখি হতে হবে৷ মাত্র ৪ দিন আগে ক্ষুদ্র দেশ লিশটেনস্টাইনকে সহজেই ৬-০ গোলে হারিয়ে জার্মানি প্রয়োজনীয় পয়েন্ট সংগ্রহ করেছিল৷ ফিনল্যান্ড ও রাশিয়ার মত টিমকে হারানো যে সহজ নয়, সেবিষয়ে জার্মান দল বেশ অত্যন্ত সচেতন৷

জার্মানির জাতীয় দলের কোচ বুধবারের ম্যাচের ফলাফল সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করেছেন৷ তবে ক্লোজ়ের দুর্দান্ত পারফর্মেন্সের প্রশংসা করেছেন তিনি৷ মিশায়েল বালাক অনুপস্থিত থাকায় ক্লোজ়ে ক্যাপ্টেনের দায়িত্বও পালন করেন এদিন তাঁর স্নায়ু কতটা সজাগ, তার যথেষ্ট পরিচয় পাওয়া গেছে এই ম্যাচে৷ এবার দেখা যাক, রাশিয়ার বিরুদ্ধে ম্যাচে জার্মান দল দেশের মাটিতে কতটা আত্মবিশ্বাসের পরিচয় দেয়৷