1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ ফুটবলের টিকিট বিক্রি শুরু

আরাফাতুল ইসলাম২১ ফেব্রুয়ারি ২০০৯

দক্ষিণ আফ্রিকায় ২০১০ সালে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলের টিকিট বিক্রি শুরু হয়েছে শুক্রবার থেকে৷ স্বাগতিক দেশের নাগরিকরা এখনই টিকিট কিনলে পাচ্ছেন বিশেষ ডিসকাউন্টও৷

https://p.dw.com/p/GykD
বিশ্বকাপ ২০১০ এর অফিসিয়াল লোগো৷

বিশ্বকাপের আয়োজক ফিফা জানিয়েছে, গ্রুপ পর্যায়ের খেলাগুলোর টিকিটের মুল্য ৮০ মার্কিন ডলার৷ তবে ফাইনাল ম্যাচের প্রতিটি টিকিটের মুল্য ৯০০ মার্কিন ডলার৷ এই প্রসঙ্গে ফিফার টিকিটিং কমিটির চেয়ারম্যান ডেভিড উইল জানিয়েছেন, ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষ বিশ্বকাপের টিকিট কিনতে চাইছে৷ আমাদের লক্ষ্য একটি নিরপেক্ষ টিকিট বিপনন ব্যবস্থা নিশ্চিত করা৷

Südafrika Fußball WM Fußballstadion in Johannesburg
স্টেডিয়াম নির্মাণ শ্রমিকদের জন্য ৪০ হাজার টিকিট বিনামুল্যে বিতরণ করা হবে৷ছবি: AP

এবারই প্রথমবারের মত স্টেডিয়াম নির্মাণ শ্রমিকদের জন্য বিশ্বকাপ ফুটবল ম্যাচগুলোর ৪০ হাজার টিকিট বিনামুল্যে বিতরণ করবে ফিফা৷ এছাড়া দক্ষিণ আফ্রিকার নাগরিকদের জন্য অন্তত ৮০ হাজার টিকিট ডিসকাউন্টে বিক্রি করা হবে বলেও জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থাটি৷

২০১০ সালের বিশ্বকাপ উপলক্ষে মোট ৩০ লাখের মতো টিকিট বিক্রি করা হবে৷ ফিফা ওয়েবসাইট এবং দক্ষিণ আফ্রিকার বিভিন্ন ব্যাংক থেকে এসব টিকিট ক্রয় করা যাবে৷ তবে প্রথম ধাপে আগামী ১৫ই এপ্রিল পর্যন্ত মোট ৭ লাখ ৪০ হাজার টিকিট বিক্রি করা হবে৷ আর টিকিট বিক্রিতে বিশ্বের অর্থনৈতিক মন্দার কোন ক্ষতিকর প্রভাব পড়বে না বলেও দাবি ডেভিড উইল এর৷

প্রসঙ্গত, ২০১০ সালের বিশ্বকাপ মোট ১০টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে৷ এর মধ্যে তিনটির নির্মান কাজ ইতিমধ্যে সম্পন্ন হলেও বাকি ৭টির নির্মান কাজ ১৫ই অক্টোবরের মধ্যে সম্পন্ন হবে৷