1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ৩২টি দেশের অংশ গ্রহণের তালিকা সম্পন্ন হল৷

আবদুস সাত্তার১৭ নভেম্বর ২০০৫

দুই হাজার ছয় সালে জার্মানিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় মোট ৩২টি দেশের অংশ গ্রহণের তালিকা সম্পন্ন হল গত বুধবার৷ বাছই পর্বের সবশেষ খেলায় বিশ্বকাপে অংশ গ্রহণের সুযোগ করে নিল অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, স্পেন, ত্রিনিদাদ-টোবাগো ও চেক প্রজাতন্ত্র৷ আগেই নিশ্চিত্ হয়েছে অন্য

https://p.dw.com/p/DPaz
ছবি: AP

�৭টি দেশের অংশ গ্রহণ৷

ইস্তাম্বুল স্টেডিয়ামে গোলযোগের ফলে ১৯৯৪ সালের পর বিশ্বকাপে সুইজারল্যান্ডের প্রথম অংশ গ্রহণের আনন্দ ব্যাহত হল এবং আবারো তুরস্কের বদনাম হল৷ আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন-ফিফা এর প্রেসিডেন্ট ব্ল্যাটার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং ঘোষণা করেন যে, ঘটনার ব্যাপক তদন্ত করা হবে এবং তুরস্কের বিরুদ্ধে সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করা হবে৷ ইস্তাম্বুলে তুরস্ক ও সুইজারল্যান্ডের মধ্যেকার প্লে-অফ খেলার পর যে অপ্রীতিকর ঘটনা ঘটলো তার কঠোর নিন্দা করেন ফিফা প্রধান এবং মন্তব্য করেন, যা ঘটলো তা ফুটবলের জন্য অমর্যাদাকর৷ ফুটবল হতে হবে শুধু দলের মধ্যে নয় জনসাধারণের মধ্যেও সমঝোতা স্বরূপ৷

জার্মানির লেভারকুজেন দলে চুক্তিবদ্ধ সুইজারল্যান্ডের জাতীয় দলের খেলোয়াড় বারনেটা বলেন, এখানে যা ঘটলো তার সঙ্গে ফুটবলের কোন সম্পর্ক নেই৷ এটা হল একটা বিরাট দুর্যোগ৷ আমি আশা করি এর বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হবে৷ ভয়ে আমাদের কেবিনে দৌঁড়োতে হবে এবং পথে আমাদের হামলার মুখে পড়তে হবে- এটা হতে পারে না৷

তুর্কী ফ্যান এবং তুর্কী জাতীয় দলের ও জার্মান ফুটবল লীগে কাইজারসলাউটার্ণ দলের খেলোয়াড় হালিল আলটিনটপ তাঁর ফুটবল সহকর্মীদের সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, আমি কেবিনে কয়েকজন সুইস খেলোয়াড়কে দেখতে যাই৷ আমি কয়েক জনকে চিনি যারা জার্মান লীগে খেলে ৷ আমি তাঁদের সঙ্গে কথা বলি এবং তাদেরকে জিজ্ঞেস করি তারা কেমন আছে? তারা জানায় যে, তারা ভাল আছে৷ তখন আমি হাল্কা বোধ করি৷

উল্লেখ্য যে, তুরস্কের বিরুদ্ধে প্লে-অফ খেলায় ২-৪ গোলে হেরে যাওয়া সত্বেও সুইজারল্যান্ড আসন্ন বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো৷ কারণ দেশের মাটিতে এর আগের খেলায় সুইজারল্যান্ড ২-০ গোলে জয়ী হয়েছিল৷ ফলে দুই হাজার দুই সালের বিশ্বকাপে তৃতীয় স্থান অধিকারী তুরস্ক দুই হাজার ছয় সালের বিশ্বকাপে অংশ গ্রহণ করতে পারবে না৷ এমনকি দুই হাজার দশ সালের বিশ্বকাপের বাছাই পর্বেও তুরস্ককে খেলতে না দেওয়ার মত পদক্ষেপ গ্রহণ করা হতে পারে৷ আর এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হতে পারে আগামী ৯ ডিসেম্বর জার্মানির লাইপজিগ শহরে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হওয়ার আগেই৷

জার্মানিতে দুই হাজার ছয় সালের ৯ জুনথেকে ৯ জুলাই পর্যন্ত যে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তাতে গত বুধবার বাছাই পর্বের শেষ খেলায় সুইজারল্যান্ড ছাড়াও যোগ্যতা অর্জন করেছে চেক প্রজাতন্ত্র, স্পেন, অস্ট্রেলিয়া এবং ত্রিনিদাদ-টোবাগো৷ ফলে বিশ্বকাপে অংশ গ্রহণের ৩০টি দেশের তালিকা পূর্ণ হল৷ আগেই ২৭টি দেশের অংশ গ্রহণ নিশ্চিত্ হয়েছে৷