1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফাইনালের ‘ভুল স্বীকার' করেছেন আম্পায়ার

২১ জুলাই ২০১৯

বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারে বিতর্কিত সেই ওভারথ্রো'তে ছয় রান দেয়া ভুল হয়েছে বলে স্বীকার করেছেন আম্পায়ার কুমার ধর্মসেনা৷ তাঁর মতে, পাঁচ রান দেয়াই ঠিক ছিল৷ অথচ ‘ভুলের' কারণেই হয়তো বিশ্বকাপটি হাতছাড়া হলো নিউজিল্যান্ডের৷

https://p.dw.com/p/3MReD
ফাইনালের আম্পায়ার ধর্মসেনা ও ইরাসমুসছবি: Getty Images/D. Rogers

ব্রিটিশ দৈনিক সানডে টাইমসে দেয়া সাক্ষাৎকারে শ্রীলঙ্কান আম্পায়ার ধর্মসেনা বলেন, ‘‘স্বীকার করছি সিদ্ধান্তটি ভুল ছিল৷ রিপ্লে দেখে বুঝতে পেরেছি৷'

ফাইনালে ধর্মসেনা ছাড়াও অনফিল্ড আম্পায়ার ছিলেন দক্ষিণ আফ্রিকার মারায়েস ইরাসমুস৷

লর্ডসে ফাইনাল ম্যাচে সেদিন নিউজিল্যান্ড আগে ব্যাট করে ৮ উইকেটে ২৪১ রান করে৷ জবাবে ৪৯ ওভারে ৮ উইকেটে ২২৭ রান করে ইংল্যান্ড৷ ব্যাটসম্যান বেন স্টোকস ও আদিল রশিদ ছিলেন উইকেটে৷ প্রথম দুই বল ডট হবার পর তৃতীয় বলে ছয় হাঁকান বেন স্টোকস৷ তারপরের বলে দু'রান নিতে গিয়ে গাপটিলের থ্রো তাঁর ব্যাটে লেগে রানআউট থেকেই শুধু বাঁচেননি, বল চলে গেছে বাউন্ডারির ওপারে৷ ফল দুই আর চার মিলে আরো ছয় রান দেন ধর্মসেনা৷ অথচ থ্রো করার সময় দ্বিতীয় রানটি সম্পূর্ণ করেননি ব্যাটসম্যানেরা৷ তাই ওভারথ্রো'র হিসেব অনুযায়ী, বাড়তি রান যোগ হয় পূর্ণ রানের সঙ্গে৷ সে হিসেবে এক ও চার মিলিয়ে পাঁচ রান দেবার কথা৷

এই ভুলটিই করেন অনফিল্ড আম্পায়াররা৷ সেই ম্যাচে শেষ পর্যন্ত ২৪১ রানই করতে পারে ইংলিশরা৷ ফলে ম্যাচ গড়ায় সুপারওভারে৷ সেখানেও দু'দলের সংগ্রহ সমান হলে, বাউন্ডারি মারার সংখ্যার হিসেবে ইংলিশদের জয়ী ঘোষণা করা হয়৷

ম্যাচের পর থেকেই এই ফলাফলের কড়া সমালোচনা শুরু হয়৷ তারই জের ধরে ধর্মসেনা স্বীকার করলেন যে তিনি ভুল করেছেন৷ তবে ভুলের জন্য অনুতপ্ত নন তিনি৷

‘‘মাঠে বসে তো আমাদের টিভি রিপ্লে দেখার মতো বিলাসিতা ছিল না৷ তাই আমি অনুতপ্ত নই,'' বলেন তিনি৷

বলেন, অন্য আম্পায়ারের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত দিয়েছিলেন৷ ‘‘যোগাযোগ যন্ত্র ব্যবহার করে লেগ আম্পায়ারের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি৷ তখন ম্যাচ রেফারিসহ সব আম্পায়ারই শুনেছেন,'' সানডে টাইমসকে বলেন তিনি৷ 

সাবেক অস্ট্রেলিয়ান আম্পায়ার সায়মন টফেল খেলার পর ফক্স স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে বলেন যে, এটা একটা পরিষ্কার ভুল সিদ্ধান্ত৷ তবে তিনি এও বলেছিলেন যে, ‘‘এটা বলা ভুল হবে যে, ঐ সিদ্ধান্তের কারণেই খেলার ফল ভিন্ন হয়ে গেছে৷''

জেডএ/এআই (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য