1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ ফটবল প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হল Leipzig এ

আবদুস সাত্তার১৫ ডিসেম্বর ২০০৫

দুই হাজার ছয় সালে জার্মানিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার গ্রুপ খেলার ড্র অনুষ্ঠিত হল Leipzig শহরে গত ৯ ডিসেম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে৷

https://p.dw.com/p/DPau
ছবি: AP

ড্র অনুযায়ী স্বাগতিক জার্মানির এ গ্রুপে রয়েছে কস্টারিকা, পোল্যান্ড, ইকুয়েডর৷ বি গ্রুপে খেলবে ইংল্যান্ড, প্যারাগুয়ে, ত্রিনিদাদ ও টোবাগো, সুইডেন৷ সি গ্রুপের দেশগুলো হল আর্জেন্টিনা, আইভোরী কোস্ট, সার্বিয়া-মন্টেনেগ্রো এবং হল্যান্ড৷ গ্রুপ ডিতে মোকাবেলা হবে মেক্সিকো, ইরান, এঙ্গোলা ও পর্তুগালের মধ্যে৷ গ্রুপ ইতে যেসব দেশ রয়েছে সেগুলো হল ইতালি, ঘানা, মার্কিন যুক্তরাষ্ট্র, চেক প্রজাতন্ত্র৷ গ্রুপ এফ এ শিরোপাধারী ব্রাজিল ছাড়া থাকছে ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া ও জাপান৷ জি গ্রুপ এ মিলিত হবে ফ্রান্স, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং টোগো৷ গ্রুপ এইচ এর চারটি দেশ হল স্পেন, ইউক্রেন, তিউনিসিয়া এবং সৌদী আরব৷

ড্র অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ফুটবল ফেঢারেশন ফিফা এর প্রেসিডেন্ট Sep Blatter, বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির চেয়ারম্যান Franz Beckenbauer এবং সর্বকালের সর্বশেষ্ঠ ফুটবল তারকা পেলে-যিনি ড্রতে অংশ গ্রহণ করেন৷

বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন হবে ৯ জুন মিউনিখে৷ আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ জুলাই বার্লিনে৷