1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ জয় করতে জার্মানি দৃঢ়প্রতিজ্ঞ

২৮ জানুয়ারি ২০১০

জার্মান ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন৷ কোচ ল্যোভ অবশ্য অনেক বেশী বাস্তববাদী৷

https://p.dw.com/p/LjCe
জোহানেসবার্গে সকার সিটি স্টেডিয়ামছবি: U. Reimann

দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ ফুটবলে জার্মান জাতীয় ফুটবল দলে কে কে খেলবেন, আগামী মে মাসে তা চূড়ান্ত হতে চলেছে৷ বিশ্বকাপ জয়কেই এবারের একমাত্র লক্ষ্য হিসেবে স্থির করে জার্মান ফুটবলাররা জোরালো প্রস্তুতি শুরু করে দিচ্ছেন৷ বৃহস্পতিবার জার্মান ফুটবল ফেডারেশনের নতুন ওয়েবসাইট চালু করার পর দেখা গেল, তাতে স্পষ্ট লেখা আছে, ‘‘১৯৫৪, ১৯৭৪ ও ১৯৯০ সালের পর আমাদের টিম আবার বিশ্বকাপ জয় করতে চায়৷'' টিমের ম্যানেজার অলিভার বিয়ারহোফ ওয়েবসাইট প্রকাশের সময় এবিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন. ১১ই জুলাই জোহানেসবার্গে সকার সিটি স্টেডিয়ামে ফাইন্যাল ম্যাচে উপস্থিত থাকার লক্ষ্য স্থির করছে জার্মান দল৷

কর্মকর্তাদের কণ্ঠে এমন উৎসাহের সুর শোনা গেলেও টিমের কোচ ইওয়াখিম ল্যোভ অবশ্য অনেক বেশী সতর্ক৷ তিনি শুধু বলেন, ‘‘আমরা এই প্রতিযোগিতায় ভালো ভূমিকা পালন করবো বলেই ধরে নিচ্ছি৷'' সেই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, যে ২০০৬ সালে জার্মানিতে আয়োজিত বিশ্বকাপের সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ আসরের যথেষ্ট তফাত রয়েছে৷ ‘‘যদি আমাদের লক্ষ্যমাত্রা পূরণ নাও হয়, কিছুটা ধৈর্য্যের সঙ্গে ও খোলা মনে তা মেনে নিতে হবে,'' বলেন, ল্যোভ৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন, সম্পাদনা: আবদুস সাত্তার